লর্ডসে সৌরভের তৈরি 'দাদাগিরি'-র ইতিহাস কিভাবে অনুপ্রেরণা যুগিয়েছে দেশকে !'দুসরা'র ট্রেলারে প্রকাশ্যে
১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। আর ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি ভারতকে দিয়েছিল এক অন্য স্বাধীনতার ছোঁয়াচ। যে স্বাধীনতা দাবি রাখে স্বপ্ন দেখার, ..যে স্বাধীনতা দাবি করে চোখের ওপর চোখ রেখে স্পর্ধা দেখানোর.. যে স্বাধীনতা বারবার বলে দেয় 'আবেগও স্বাধীন হতে পারে, মনের কথা খুলে বলো, স্বাধীন হও।..' সৌরভের ভারত এমন ভাবনাকে নিয়েই সেই সময়ে স্বপ্ন দেখিয়েছিল তৎকালীন ১০০ কোটির দেশের একটা কৈশর প্রজন্মকে। আর সেই ছবিই সেলুলয়েডে জীবন্ত ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক অভিনব দেও।

জার্সি হাতে দাদাগিরি
২০১৯ বিশ্বকাপ ভারত জিতলে এবার জার্সি হাতে বিরাটকে 'দাদাগিরি' করতে দেখতে চান সৌরভ। সেকথা এক সাম্প্রতিক শো-তেই বলেছেন তিনি। তবে দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট অধিনায়কের ২০০২ সালের লর্ডসের কীর্তি কিভাবে যে কত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল ,সেই সত্যিটা তুলে ধরেছে 'দুসরা'।
ছবির ট্রেলার প্রকাশ্যে
টিভির পর্দা থেকে নজর সরছেনা একরত্তি মেয়ের। গোটা পাড়া তাকিয়ে রয়েছে টিভির দিকে। আর টিভিতে তখন স্কোর বোর্ড বলছে আর ২ রান এলেই জিতে যাবে ভারত। সেই ২ টি রান ন্যাটওয়েস্ট ট্রফিতে পেয়ে স্বপ্নের জয় পেয়ে গিয়ছিল ভারত। উচ্ছ্বাসের ছবি সুদূর ইংল্যান্ড থেকে ভারতে একই রকম ভাবে আছড়ে পড়ে! আর সেই সময় থেকেই সৌরভের ভারত স্বপ্ন দেখাতে শুরু করে একটা গোটা প্রজন্মকে। যে প্রজন্মের এক মেয়ে গল্প তুলে ধরেছে 'দুসরা'।

উড়ে যাওয়ার স্বপ্ন
লর্ডসের বুকে বঙ্গসন্তান তখন জার্সি খুলে ওড়াচ্ছেন। আর সুদূর বারতের এক কোণের গ্রামে এক ছোট্ট মেয়ে সেই দৃশ্য দেখে স্বপ্ন দেখছে স্বপ্নের উড়ানের। সেই ছোট্ট মেয়ে স্বপ্ন দেখছে কিভাবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে নিজের মনের মতো করে , নিজের ইচ্ছাকে সমাজের সমস্ত চোক রাহানি পেরিয়ে প্রকাশ্যে আনবে। ছবিটি খুব শিগগিরই আসতে চলেছে প্রেক্ষাগৃহে।