For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রয়াত মিস্টার বিন', এই খবরে ক্লিক করলেই চরম বিপদ, সতর্ক হোন

সোশ্যাল মিডিয়ায় বার বার বিভিন্ন ভুয়ো খবরের জেরে একাধিক বিতর্ক সামনে এসেছে। বেশ কিছুদিন ধরে হলিউড অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যু সংবাদ চাউর করে একটি লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় বার বার বিভিন্ন ভুয়ো খবরের জেরে একাধিক বিতর্ক সামনে এসেছে। বেশ কিছুদিন ধরে হলিউড অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যু সংবাদ চাউর করে একটি লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেই লিঙ্ক ক্লিক করলেই থেকে যাচ্ছে সমূহ বিপদ।

প্রয়াত মিস্টার বিন, এই খবরে ক্লিক করলেই চরম বিপদ, সতর্ক হোন

৬৩ বছর বয়সী সুবিখ্যাত হলিউড তারকা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যু হয়েছে, এমন খবর রটতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ভার্চুয়াল ওয়ার্ল্ড আগেও দেখেছে এই খ্যাতনামা অভিনেতাকে নিয়ে এমন ভুলরটনার খবর। তবে নতুন রটনায় বলা হয়, গাডি় দুর্ঘটনায় প্রয়াত হন এই বিখ্যাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় 'ফক্স ব্রেকিং নিউজ' নামের এক ভুয়ো সংবাদমাধ্যম থেকে খবরটি ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পোস্টটিতে যাঁরা ক্লিক করছেন, তাঁদের প্রত্যেকের কম্পিটারে নাকি ভাইরাস ঢুকছে। এমনই দাবি 'দ্যা মিরর' পত্রিকার। সেখানে প্রকাশিত হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য।

ভুয়ো খবর ধরার সংস্থা 'হোক্স স্লোয়ার জানিয়েছে', এই ধরণের খবরের লিঙ্ক কোনও সিকিউরিটিএরর-এর পেজ এ নিয়ে যেতে পারে। যেখানে বলা হয়ে থাকে, আপনার কম্পিউটারটি লক হয়ে গিয়েছে। এরজন্য একটি সাপোর্ট নম্বর দেওয়া হয়। আর এই নম্বরে রিং করলেই সমূহ বিপদ বলে দাবি 'হোক্স স্লোয়ার' সংস্থার। কারণ সেই নম্বর থেকেই সুরু হয় জালিয়াতি। সুতরাং এই ধরনে খবরে ক্লিক করার আগে, সতর্ক হয়ে যান!

[আরও পড়ুন:ক্যানসার আক্রান্ত হওয়ার খবর ছেলে রণবীরকে কীভাবে জানিয়েছিলেন সোনালী ][আরও পড়ুন:ক্যানসার আক্রান্ত হওয়ার খবর ছেলে রণবীরকে কীভাবে জানিয়েছিলেন সোনালী ]

English summary
Dont indulge in Fake news regarding Rawn Atkinson.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X