জানেন ভিকি কৌশলের প্রিয় আইসক্রীম কোনটা?
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, প্রথম ছবিতেই দর্শকদের মন জিতে নিয়েছিলেন 'টল, ডার্ক, হ্যান্ডসম’ ভিকি কৌশল। তাঁর অভিনয়ের প্রশংসা না করে কেউই থাকতে পারেন না। উরির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে এবার ভিকিকে দেখা যাবে ভূতের সিনেমায়। 'ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’ মুক্তি পেতে চলেছে চলতি সপ্তাহে। আর অভিনেতাকে এই ছবির প্রচারের জন্য ঘুরতে হচ্ছে এদিক–সেদিক।

খাদ্য রসিক ভিকি
ছবির প্রচারে এসেও খেতে ভুলছেন না অভিনেতা ভিকি কৌশল। কারণ খেতে তিনি খুবই ভালোবাসেন। দিল্লিতে ছবির প্রচারে এসে বেশ কিছু ভুতুড়ে জায়গাতেও ঘুরেছেন কিন্তু সুযোগ-সময় বুঝে তিনি মুখ চালিয়ে যাচ্ছেন। রাজধানীতে এসে প্রাতঃরাশেই তিনি খেয়েছেন দিল্লির জনপ্রিয় খাবার ছোলে-বাটোরে। ইনস্টা তাঁর খাদ্যের প্রতি ভালোবাসা দেখাতে এই ছবিও তিনি পোস্ট করেছেন। তা শেয়ার করতেই ভিউয়ার্স ছুঁয়েছে ৫.৫ মিলিয়ন। ছবির শুটিং হোক বা ছবির প্রচার ভিকি সবসময়ই চেষ্টা করেন কিছু মজাদার করার। আর এখন উরি অভিনেতা তাঁর পরিতৃপ্তি মেটাতে মিষ্টি কিছু খেতে চাইছেন এবং ইনস্টাতেও তার ছবিও দিয়েছেন।

ভিকির আইসক্রীম–প্রেম
আইসক্রীম ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। ভিকি কৌশলও আইসক্রীম-প্রেমীদের মধ্যেই পড়ছেন। ইনস্টাতে তিনি আইসক্রীমের ছবি শেয়ার করেছেন এবং তাঁর প্রিয় স্বাদের আইসক্রীম কি তাও তিনি জানিয়েছেন। ভিকি আইসক্রীমের ছবি শেয়ার করে তাঁর ভক্তদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে তিনি কোথায় আছেন তা বলুক তাঁর অনুগামীরা। আসলে ভিকি নলেন গুড়ের একবাটি আইসক্রীমের ছবি দেন ইনস্টাতে। যা একমাত্র পশ্চিমবঙ্গেই পাওয়া যা।

নলেন গুড় ও তার মাহাত্ম্য
শীতকালে খেজুর গাছ থেকে রস পেড়ে এই নলেন গুড় তৈরি করা হয় এবং তা আইসক্রীমের মধ্যে দেওয়া হয়। আইসক্রীম ছাড়াও রসগোল্লা, সন্দেশ আর এখন তো কেকও তৈরি হচ্ছে এই নলেন গুড় দিয়ে। কলকাতায় এই নলেন গুড়ের আইসক্রীম বেশ জনপ্রিয়।

এ বছর ছবি নিয়েই ব্যস্ত ভিকি
এর অর্থ ভিকি এখন তাঁর ছবির প্রচারের জন্য কলকাতায় আছেন। তাই নলেন গুড়ের আইসক্রীম ছাড়াও তিনি অন্য খাবাও নিশ্চয়ই খাবেন। ভিকির ঝুলিতে এ বছর তখত, শ্যাম অ্যান্ড সর্দার উধাম সিং মুক্তি পাবে বলে জানা গিয়েছে।