For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতাভের এই ছবির জন্য বাড়ি বিক্রি করতেও রাজি প্রখ্যাত বাঙালি পরিচালক

প্রযোজকদের দ্বন্দ্বে আটকে রয়েছে অমিতাভ অভিনীত ছবি 'শ্যুবাইট'। ছবিটির পরিচালনা করেছেন প্রখ্য়াত বাঙালি পরিচালক সুজিত সরকার।

  • |
Google Oneindia Bengali News

প্রযোজকদের দ্বন্দ্বে আটকে রয়েছে অমিতাভ অভিনীত ছবি 'শ্যুবাইট'। ছবিটির পরিচালনা করেছেন প্রখ্য়াত বাঙালি পরিচালক সুজিত সরকার। ইউটিভি ও ডিজনির-র প্রযোজিত এই ছবিকে মুক্তি দেওয়ার কথা বলে নিজেই টুইট করেন অমিতাভ। এদিকে, ছবি মুক্তির জেদে নিজের বাড়ি বিক্রি করতে প্রস্তুত পরিচালক। যাতে অর্থিক সমস্যার কারণে ছবির মুক্তিতে কোনও সংকট না আসে।

অমিতাভের এই ছবির জন্য বাড়ি বিক্রি করতেও রাজি প্রখ্যাত বাঙালি পরিচালক

শ্যুবাইট ছবিতে অমিতবা একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি ও ডিজনিকে অনুরোধ, দয়া করে ছবিটি আর আটকে না রেখে মুক্তি দিন। এতে অনেকের পরিশ্রম রয়েছে। সৃজনশীলতাকে হত্যা করবেন না।' টুইটের সঙ্গে অমিতাভ বচ্চন ছবির দুটি পোস্টার পোস্ট করেছেন।

প্রথমে , 'শ্যুবাইট' ছবিটি প্রযোজনা করেছিল পারসেপ্ট পিকচার কোম্পানি। তখন ছবির নাম ছিল 'জনি ওয়াকার'। পরে কিছু সমস্যার কারণে ছবিটি প্রযোজনা করে ইউটিভি মোশন পিকচার। আর সেই থেকেই শুরু হয় কিছু আইনি জটিলতা। সুজিতের দাবি, ডিজনি আর ফক্স এখন একই ছাদের তলায় এসেছে। ফলে ছবিটি মুক্তি পেতে দেওয়া উচিত।

English summary
Director Soojit Sarkar ready to sell hpuse for Amitabh's film release .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X