For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইকো থ্রিলার 'গুডনাইট সিটি' নিয়ে মুখ খুলে কী বললেন পরিচালক কমলেশ্বর

ট্রেলারেই প্রকাশ পাচ্ছে কতটা আকর্ষণীয় হতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি 'গুড নাইট সিটি'। ছবির মুক্তির আগে এই সাইকো থ্রিলার নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়।

  • |
Google Oneindia Bengali News

ট্রেলারেই প্রকাশ পাচ্ছে কতটা আকর্ষণীয় হতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি 'গুড নাইট সিটি'। ছবির মুক্তির আগে এই সাইকো থ্রিলার নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়। জানা গিয়েছে, এই থ্রিলার তিনজন চরিত্রকে নিয়ে তৈরি হয়েছে। আর এই চরিত্রগুলির চারপাশেই আবর্তিত হয়েছে ছবির মূল গল্প।

সাইকো থ্রিলার গুডনাইট সিটি নিয়ে মুখ খুলে কী বললেন পরিচালক কমলেশ্বর

[আরও পড়ুন:'হইচই' অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের 'ল্যাবরেটরি' ][আরও পড়ুন:'হইচই' অ্যাপের রবীন্দ্র শ্রদ্ধার্ঘ, দেখা যাবে রবি ঠাকুরের 'ল্যাবরেটরি' ]

ছবিতে একজন পুলিশ অফিসার, একজন অপরাধী রয়েছেন। যে অপরাধী মানসিক সমস্যায় ভুগছেন। আর রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই ৩ চরিত্র ঘিরেই তৈরি হয়েছে রহস্যের গল্প। ফিল্ম নিয়ে কথা বলতে গিয়ে ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন। গল্পটি একজন মানুষের মনোরোগের সমস্যাকে কেন্দ্র কের তারি হয়েছে। তবে দর্শককে এটা বুঝতে হবে মানসিক সমস্যাগ্রস্ত হিসাবে যাঁকে ফিল্মে দেখানো হয়েছে, তিনিই কি আসল দোষী! ছবিতে অভিমন্যুর চরিত্র নিয়ে বেশ কিছুটা গবেষণাও করেছেন কমলেশ্বর।

ছবিতে প্রথমবার ঋতুপর্ণাকে সাইকিয়াট্রিস্টের ভূমিকায় দেখা যাবে। মূলত ঋত্বিকের চরিত্র নিয়েই যাবতীয় ধোঁয়াশা। কারণ এই ছবিতে তাঁর চরিত্রেই মনোরোগের চিকিৎসা চলছে। কিন্তু কেন ? আর এই কেন-র জবাবেই আসছে গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী , অরুণিমা ঘোষ সমেত আরও অনেকে।

[আরও পড়ুন:বিয়ে নিয়ে সোনমকে কী বার্তা দিলেন অনুষ্কা! টুইটার পোস্ট 'পরী' অভিনেত্রীর ][আরও পড়ুন:বিয়ে নিয়ে সোনমকে কী বার্তা দিলেন অনুষ্কা! টুইটার পোস্ট 'পরী' অভিনেত্রীর ]

English summary
Director Kamaleswar Mukherjee speaks on his next ‘Good Night City
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X