For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানির ডাকে মার্কিন মুলুক যাচ্ছিলেন গায়ক দিলজিৎ! এরপর কেন্দ্রের কাছে চিঠি যেতেই যা ঘটল

পাকিস্তানির ডাকে মার্কিন মুলুক যাচ্ছিলেন গায়ক দিলজিৎ!

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান থেকে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে সীমান্ত পার করে এর আগে বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে এসেছিলেন মিকা সিং। আর তার পর থেকে চরম বিতর্ক দানা বাঁধে। এবার সেই একই পরিস্থিতি গায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে।

পাকিস্তানির ডাকে মার্কিন মুলুক যাচ্ছিলেন গায়ক দিলজিৎ! এরপর কেন্দ্রের কাছে চিঠি যেতেই যা ঘটল

কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। এমন এক পরিস্থিতিতে রেহান সিদ্দিকি নামের এক পাকিস্তানি নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন দিলজিৎকে। আর সেই তথ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া, সিনে এম্পয়িজ জানতে পেরেই দিলজিৎয়ের ভিসা বাতিলের দাবি জানিয়ে চিঠি পাঠায় ভারতের বিদেশমন্ত্রকের কাছে।


বিষয়টি নিয়ে দিবজিৎ নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান, যে কোনও মতেই তিনি পাকিস্তানের কোনো নাগরিকের ডাকে মার্কিন মুলুকে যেতে চাননি। শুধুমাত্র বালাজি এন্টারটেনমেন্ট নামের সংস্থার সঙ্গে যেহেতু তাঁর চুক্তি রয়েছে, তার জন্যই তিনি এই আমন্ত্রণ পত্র পান ওই সংস্থার মাধ্যমে। দিলজিৎ নিজের অবস্থান স্পষ্ট করে একটি টুইটে জানিয়ে দেন যে 'আমি ভারতকে ভালোবাসি, আর দেশের বৃহত্তর স্বার্থের জন্য আমি সবসময় হাজির থাকব। '

English summary
Diljit Dosanjh defers US concert, after cine body writes to MEA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X