For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রয়াত বিশিষ্ট পরিচালক বাসু চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়

‌প্রয়াত বিশিষ্ট পরিচালক বাসু চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়

Google Oneindia Bengali News

প্রয়াত হলেন জনপ্রিয় চিত্র–পরিচালক বাসু চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মুম্বইয়ের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল। বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাসু চট্টোপাধ্যায়। তাঁর পরিচালিত '‌চিতচোর’‌, '‌ছোটি সি বাত’‌, '‌রজনীগন্ধা’‌, '‌শৌকিন’,‌ '‌উসপার’‌, '‌বাতো বাতো মে’‌, '‌খাট্টা–মিঠা’‌, '‌পিয়া কা ঘর’‌, '‌চক্রব্যুহ’‌, '‌রুকা হুয়া ফৈসলা’‌, '‌জিনা ইয়াহা’‌, '‌প্রিয়তমা’‌, '‌স্বামী’‌, '‌আপনে পরায়ে’‌–এর মতো বহু ছবি আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘কিংবদন্তী চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। তিনি আমাদের ছোটি সি বাত, চিতচোর, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনী সহ দারুণ কিছু সিনেমা উপহার দিয়েছেন। ‌তাঁর পরিবার, বন্ধু, অনুগামী ও তাঁর গোটা সিনেমা জগতের প্রতি সমবেগনা জানাচ্ছি।'‌

 মোদীও টুইট করেন

মোদীও টুইট করেন

বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, ‘‌শ্রী বসু চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। তাঁর কাজগুলি উজ্জ্বল এবং সংবেদনশীল ছিল। যা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং সাধারণ এবং জটিল আবেগগুলির পাশাপাশি মানুষের লড়াইয়ের প্রতিনিধিত্ব করেছে। তাঁর পরিবার এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'‌

অমিতাভের স্মরণ পরিচালককে

অমিতাভের স্মরণ পরিচালককে

পরিচালকের মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করে অমিতাভ বচ্চন টুইটে লেখেন, ‘‌বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণের জন্য প্রার্থনা ও সমবেদনা, তিনি শান্ত, নরমভাবে কথা বলা ও ভালো মানুষ ছিলেন, তাঁর চলচ্চিত্রগুলি মধ্য ভারতের জীবনকে প্রতিফলিত করে, তাঁর সঙ্গে মঞ্জিল করেছিলাম, খুবই দুঃখজনক ক্ষতি। তিনি সকলের মনে রিম ঝিম গিরে সাওয়ানের জন্য স্মরণে থাকবেন।'‌

সুজিত সরকারের প্রথম কাজ বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গে

সুজিত সরকারের প্রথম কাজ বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গে

পরিচালক সুজিত সরকার টুইটে বলেন, ‘‌দিল্লির সিআর পার্কে বাংলা টিভি সিরিয়ালে আমি বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গে সহ পরিচালক ছিলাম, সেটাই আমার প্রথম কাজ। তাঁর আত্মার শান্তি কামনা করি।'‌ বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন শাবানা আজমি। তিনি বলেন, ‘‌বায়ু চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত। একজন জনপ্রিয় পরিচালক যিনি সিনেমার মাঝপথে এসে একজন পথিকৃৎ হয়ে দাঁড়ান। আমার তাঁর সঙ্গে তিনটি ছবি করার সৌভাগ্য হয়েছে সেগুলি হল স্বামী, আপনে পরায়ে ও জিনা ইয়াহাঁ। প্রাণোচ্ছল ব্যক্তিত্ব। আরআইপি।'‌

অনুপম খের ও মধুর ভান্ডারকারের শোকপ্রকাশ

অনুপম খের ও মধুর ভান্ডারকারের শোকপ্রকাশ

অনুপম খের ভিডিওর মাধ্যমে বাসু চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করে টুইটে বলেন, ‘‌বাসু দা আপনার কথা খুব মনে পড়বে। আপনার অভাব বোধ করব। আমপার সহজাত ভঙ্গি, আপনার ব্যক্তিত্ব ও আপনার ছবি। ওম শান্তি।'‌ পরিচালক মধুর ভান্ডারকার বলেন, ‘‌প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শ্রী বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যু শুনে দুঃখিত। সর্বদা তাঁর হালকা হৃদয়ের কমেডি এবং সরল চলচ্চিত্রের জন্য স্মরণ করা হবে।'‌

কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহলকিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল

English summary
died prominent director basu chattopadhay narendra modi and mamata banerjee expressed their condolences
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X