ভিকি-হারলিনের ব্রেকআপের জন্য দায়ী কি এই স্টার নায়িকা! কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে 'উরি' তারকার
কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক থেকে বেড়িয়ে এসেছেন অভিনেত্রী হারলিন শেট্টি। এরপরই ইনস্টাগ্রামে ভিকিকে 'আনফলো' করে দেন হারলিন। এবার উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য।

ভিকির সঙ্গে হারলিনের সম্পর্ক
করণ জোহরের অনুষ্ঠান 'কফি উইথ করণ' এ গিয়ে হারলিন শেট্টির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন ভিকি কৌশল। এরপরই বলিউড পাড়ায় যে গুঞ্জ শোনা গিয়েছিল তা আরও নিশ্চিত হয়ে যায়।

ব্রেক আপ!
কিছুদিন আগেই শোনা গিয়েছিল অভিনেত্রী হারলিনের সঙ্গে ভিকির সম্পর্ক আর পুরনো খাতে বইছে না। হারলিনের তরফেই বহু বার্তায় প্রকাশ্যে এসেছে তাঁদের ব্রেক আপারে কথা। এরপরই ইন্সটাগ্রামে ভিকিকে আনফলো করে দেন হারলিন।
[আরও পড়ুন: নেহরু-গান্ধী পরিবারের নাম না করে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার ]

কোন নায়িকার সঙ্গে বাড়ছে ভিকির ঘনিষ্ঠতা?
শোনা যাচ্ছে করণ জোহরের 'তখত' সিনেমার সেট-এ ভিকির সঙ্গে আলাপ হয় ভূমি পেদনেকরের। তারপর থেকেই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ভিকির। আর ভূমি-ভিকি সম্পর্কের জেরেই নাকি হারলিনের সঙ্গে ব্রেক আপ হয় 'উরি'র নায়কের।
[আরও পড়ুন: বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ]