গিন্নিকে কে না ভয় পান! ধর্মেন্দ্রকে কেন ক্ষমা চাইতে হল হেমার কাছে
কয়েকদিন আগেই এক ভাইরাল ভিডিওতে দেখা যায় মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী সংসদের সামনে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীকে দেখা যায় ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করতে। ভিডিও ঘিরে কটাক্ষ করেন হেমার স্বামী তথা বিখ্যাত বলিউড স্টার ধর্মেন্দ্র।

ভিডিওতে হেমা মালিনীকে ঝাড় দেওয়ার ছবি 'আনাড়ি'র মতো ছিল বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন ধর্মেন্দ্র। এরপরই ধর্মেন্দ্র গিন্নির রোষের মুখে পড়েন কি না জানা নেই যদিও! তবে সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র হেমার কাছে ক্ষমা চেয়ে লেখেন 'মাফ করদে মালিক।' অনেকেই মনে করেছেন আর চার পাঁচজন পুরুষের মতোই স্ত্রীকে বেশ ভয়ে পেয়ে চলেন ধর্মেন্দ্র। আর সেই জন্যই মজার ছলে স্ত্রীয়ের কাছে সোশ্যাল মিডিয়া মারফৎ এভাবে ক্ষমা চান ধর্মেন্দ্র।
Kuchh bhi keh baithta hoon ....... kuchh bhi KI bhawna ko.... . Kuchh bhi samajh baithte hain yaar log .....TWEET BADSHAH🙏.kuchh bhi kiya .....baat झाड़ू की bhi ....tauba tauba .....kabhi na karon ga 🙏हम का माफ़ी दई दो मालिक🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/sKwtMxA922
— Dharmendra Deol (@aapkadharam) July 17, 2019
এর আগে, ধর্মেন্দ্রকে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রশ্ন করেন, বাড়িতে কি হেমা মালিনী কোনওদিনও এরকম ঝাড়ু ধরেছেন? উত্তরে ধর্মেন্দ্র বলেন, ফিল্ম ছাড়া কোনওদিনই হেমা মালিনী ঝাঁটা ধরেননি ! আর সেদিন খানিকটা হেমা মালিনীকে অপ্রস্তুত লাগছিল বলেও মন্তব্য করেন হেমার স্বামী প্রখ্যাত বলিউড স্টার ধর্মেন্দ্র। সেই মন্তব্যের পরই এদিন সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টটি করেন বলিউডের 'ধরম পাঁজি'!