For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির জামিয়ায় পুলিশ-ছাত্র খণ্ডযুদ্ধ নিয়ে টুইট ঘিরে অস্বস্তিতে অক্ষয়! সরব বলিউড

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর গতকাল রাত থেকে রীতিমতো উত্তপ্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের এক মিছিল ঘিরে পুলিশের সঙ্গে পড়ুয়াদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এরপর থেকেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর গতকাল রাত থেকে রীতিমতো উত্তপ্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের এক মিছিল ঘিরে পুলিশের সঙ্গে পড়ুয়াদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এরপর থেকেই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এরপর এদিন জামিয়ার উপাচার্য নজমা আখতার ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিরুদ্ধে গর্জে ওঠেন। এদিকে, দেশের চলচ্চিত্রমহল থেকেও একের পর এক সমালোচনা উঠে আসে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিরুদ্ধে।

অক্ষয়ের অস্বস্তি

প্রসঙ্গত, টুইটারের একটি পোস্টে নিজের একটি 'লাইক' কে ঘিরে অস্বস্তিতে পড়েন অক্ষয়। উল্লেখ্য, একটি ভিডিওতে জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুদের মারধরকে অপমানসূচকভাবে মিম করা হয়। আর সেই মিম পোস্টে লাইক করে বসেন অক্ষয়। এরপরই তিনি টুই করে জানান সেই 'লাইক' 'অনিচ্ছাকৃত'ভাবে করে ফেলেছেন তিনি। এই ধরনের ঘটনাকে তিনি সমর্থন করেননা।

বিক্রন্ত মেসে

বলিউড অভিনেতা বিক্রম মেসে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দিল্লির ঘটনায়। ঐর সেখানে তিনি লেখেন 'আমরা আমাজের মূলকে ভুলিনি।'

স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্করও এদিন রীতিমতো সমালোচনার ঝড় তোলেন টুইটারে। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ পড়ুয়ারা কেন অপরাধীদের মতো করে অত্যাচারিত হলেন? হস্টেলে কেন টিয়ার গ্যাস ছোঁড়া হল? এমন বহু প্রশ্ন তোলেন স্বরা।

তাপসী পান্নু

তাপসী পান্নু এদিন টুইটারে একটি পোস্টে প্রশ্ন তোলেন যে এটাই কি শেষের শুরু? তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন , এই ভিডিওই সমস্ত আশা শেষ করে দিয়েছে।

কঙ্কনা সেন শর্মা

জামিয়াতে পুলিশের সঙ্গে পড়ুয়াদের খণ্ডযুদ্ধের পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বলিউড অভিনেত্রী কঙ্গনা সেন শর্মা। তিনি লেখেন , 'আমরা পড়ুয়াদের সঙ্গে আছি। শেম অন ইউ দিল্লি পুলিশ। '

English summary
Delhi Police action on Jamia, Bollywood reacts, Akshay Kumar apologieses .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X