For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপিকা পাড়ুকোনের স্কিল ইন্ডিয়ার প্রচার ভিডিও সরিয়ে নিল কেন্দ্র

দীপিকা পাড়ুকোনের স্কিল ইন্ডিয়ার প্রচার ভিডিও সরিয়ে নিল কেন্দ্র

Google Oneindia Bengali News

বিজেপির রোষের মুখে পড়তেই হল '‌ছপক’‌ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। মঙ্গলবার তিনি আচমকাই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন এবং আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। যতিও তাঁর এই পদক্ষেপকে মোটেও ভালো নজরে দেখেনি বিজেপি সরকার। কেন্দ্র সরকারের দক্ষতা বিকাশ মন্ত্রকের পক্ষ থেকে স্কিল ইন্ডিয়ার প্রচারমূলক ভিডিও, যেখানে দীপিকা পাড়ুকোন অ্যাসিড হামলা এবং স্কিল ইন্ডিয়া নিয়ে কথা বলছেন, সেই ভিডিওটি বাদ দিয়ে দেওয়া হল।

দীপিকা পাড়ুকোনের স্কিল ইন্ডিয়ার প্রচার ভিডিও সরিয়ে নিল কেন্দ্র


রবিবার রাতে জেএনইউতে হামলা চালায় মুখ ঢাকা দুষ্কৃতীরা। আক্রান্ত হন পড়ুয়ারা। দীপিকা আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্যই জেএনইউতে গিয়েছিলেন। দক্ষতা মন্ত্রকের পক্ষ থেকে এক শীর্ষ কর্মকর্তা বলেন, '‌দীপিকা পাড়ুকোনের স্কিল ইন্ডিয়া প্রচারমূলক ভিডিও, যেখানে স্কিল ইন্ডিয়ার প্রচার করা হয়েছে, বুধবারই তা মুক্তি পায়। এটি শ্রম শক্তি ভবনে (মন্ত্রকের কার্যালয়) প্রচারিত হচ্ছিল। কিন্তু মঙ্গলবার কিছু ঘটনার জন্য এই ভিডিওটিকে হঠাৎই সরিয়ে নেওয়া হয়েছে।’‌ জানা গিয়েছে, স্কিল ইন্ডিয়ার ওই প্রচারমূলক ভিডিওটিতে দীপিকাকে দেশের সব নাগরিকদের সমান সুযোগ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। শুক্রবারই তাঁর ছবি '‌ছপক’‌ মুক্তি পাবে। যেখানে তিনি এক অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করেছেন। দক্ষতা মন্ত্রক ভিডিওটি তৈরির আগে অ্যাসিড আক্রান্তদের সঙ্গে দীপিকাকে বৈঠকে সহায়তা করেছিল।

এই বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে স্কিল ইন্ডিয়ার অংশ হিসাবে দীপিকা পাড়ুকোনের '‌ছপক’‌–কে প্রচার করা হচ্ছে এবং স্কিল ইন্ডিয়ার সাহায্য পেয়েছে এমন অ্যাসিড আক্রান্ত ও বিশেষভাবে দক্ষ প্রার্থীদের সঙ্গেও দীপিকা বৈঠকও করেন। মঙ্গলবার জেএনইউতে দীপিকার ঝটিকা সফর নিয়ে বিজেপির তোপের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অনেক নেতাই তাঁকে '‌টুকরে টুকরে গ্যাং’‌–এর অংশ হিসাবে তকমা দেন। কিন্তু তাতে দীপিকার লড়াকু মনোভাবকে রোখা যায়নি।

English summary
Days after Deepika Padukone’s surprise visit to Jawaharlal Nehru University (JNU) in Delhi which invited widespread reactions, the skill development ministry of the government has reportedly dropped a promotional video featuring Chhappak actress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X