
রণবীর গাইলেন 'লড়কি আঁখ মারে' ... শুনে কী করে বসলেন দীপিকা! দেখুন ভিডিও
কপিল শর্মার সঙ্গে গিনি চথরথের বিয়ের রিসেপশন ঘিরে মুম্বইতে কার্যত বলিউড তারকাদের ঘিরে চাঁদের হাট দেখা যায়। আসরে রেখা থেকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কৃতী শ্যানন সকলকেই দেখা যায়। তবে আসর মাতিয়ে দেন দীপিকা , রণবীর। দেখে নেওয়া যাক আসরের জমজমাট কিছু ভিডিও।
|
আঁখ মারে...
পার্টির উত্তেজনা তখন মধ্যগগনে। সেই সময়ে মঞ্চে মিকা সিং এর সঙ্গে গলা মিলিয়ে 'আঁখ মারে'-র তালে মেতে উঠলেন রণবীর। আরল রণবীর গান ধরতেই নাচের ছন্দে মাতলেন দীপিকাও।
|
সর্বসমক্ষে জড়িয়ে ধরলেন রণবীর
পার্টির মেজাজে দীপিকাকে সর্বসমক্ষেই জড়িয়ে ধরলেন রণবীর। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
|
পাঞ্জাবী নাচের তালে
একদিকে মিকা সিং এর গানের ছন্দে নেচে উঠেছে মঞ্চ, অন্যদিকে তাকে গ্ল্যামারের ছটায় মাত করছেন দীপিকা রণবীর। কপিল শর্মার বিয়েতে এমনই কিছু অসামান্য দৃশ্য ধরা দিয়েছে ভিডিওতে।
|
দীপিকা-রণবীর ও গিনি-কপিল
মঞ্চে কপিল ও গিনির সঙ্গে নাচতে দেখা গেল রণবীর ও দীপিকাকে। আর তাতেই মাতোয়ারা গোটা আসর।