For Quick Alerts
For Daily Alerts
অসুস্থ দীপিকা! ইনস্টাগ্রাম পোস্টে কী জানালেন অভিনেত্রী
মুখের সামনে থার্মোমিটার।আর চোখ মুখ যেন বসে গিয়েছে। যে চোখে পুরুষ হৃদয় কাহিল হয়ে যায়, সেই চোখ যেন ক্লান্তির ভারে নুব্জ। ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের এমন ছবি ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

এমন ছবি নিজের শেয়ার স্টোরিতে পোসট করেছেন খোদ দীপিকাই। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। আর তাতে লিখেছেন, বিয়ে বাড়িতে 'খুব বেশি' আনন্দ করার পর এমন হাল হয়। অনেকেই মনে করেছিলেন দীপিকা সম্ভবত অসুস্থ। তবে এটি সাময়িক ক্লান্তি বলে মজা-মশকরা করেছেন অভিনেত্রী নিজেই।
'ইয়ে জাওয়ানি, হ্যায় দিওয়ানি' স্টার দীপিকা সাম্প্রতিককালে তাঁর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যোগ দিয়ে ফিরেছেন। আর সেই বিয়ে উপলক্ষ্যেই এমন হাল হয় দীপিকার বলে জানান অভিনেত্রী নিজেই।