'বৌদি' বলে ডাকাতেই দীপিকা জবাবে একি বললেন! দেখুন ভিডিও
তিনি এখন রণবীর ঘরনী, বিখ্যাত ভবানী পরিবারের সদস্য এখন দীপিকা। শনিবার মুম্বইয়ে ছিল দীপিকা রণবীরের বিশেষ রিসেপশন। যেখানে হাজির ছিলেন একাধিক বলিউড তারকা থেকে নামী দামী ব্যক্তিত্বরা। এদিন লাল গাউনে আসরে ফ্যাশন স্টেটমেন্টে মাতিয়ে দেন এই বলিউড ডিভা।

শনিবার রিসেপশনের ফটোশ্যুটে এসে বেশ খোশমেজাজে ছিলেন দীপিকা ও রণবীর। দু'জনে বেশ খানিকক্ষণ ধরে পোজও দেন। ফটোশ্যুট শেষ হতেই উপস্থিত সাংবাদিক ও ফটোগ্রাফারদের সামনে গিয়ে তাঁদের সঙ্গে হাত মেলান দীপিকা ও রণবীর। সেই সময়ে ফটোগ্রাফারদের মধ্যে থেকে কয়েকজন দীপিকাকে 'বৌদি ' সম্বোধন করেন। মুহূর্তে দীপিকা জবাব দেন তাঁকে যেন 'বৌদি' বলে না ডাকা হয়।
View this post on InstagramA post shared by #Deepveer wale 👰🤵 (@deepveer_______lovers) on Dec 1, 2018 at 12:55pm PST
অন্যদিকে সাংবাদিকরা রণবীরকে দেখেই 'বাবা' রবে ফেটে পড়েন। মূলত ওই ডাকেই তাঁরা রণবীরকে ডেকে থাকেন ! সবমিলিয়ে বিভিন্ন ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ট্রেন্ডিং দীপিকা-রণবীরের মুম্বইয়ের রিসেপশনের বিভিন্ন ঘটনা।