এককালে গুঞ্জন শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া গিয়ে নাকি দীপিকার সঙ্গে ডেটিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন অবশ্য ধোনির সঙ্গে সাক্ষীর বিয়ে হয়নি। তবে সেসব পুরনো রটনা ঝেরে ফেলে এবার আবারও ধোনি-দীপিকা একসঙ্গে। উদ্দেশ্য আইপিএল-এর জন্য একটি ভিডিও শ্যুট।

[আরও পড়ুন:ঠিক কবে চার হাত এক হচ্ছে 'দীপবীর'-এর! দীপিকা-রণবীরের বিয়ের তারিখ নিয়ে তুঙ্গে জল্পনা]
আইপিএল ১১ -তে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স -কে উজ্জিবীত করতে প্রকাশিত হল নয়া ভিডিও। ভিডিও-তে দীপিকার সঙ্গে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকেও দেখা গেল নাচতে। আর এই ভিডিও ঘিরেই আপাতত উত্তেজনায় ফুটছে সোশ্যাল মিডিয়া। সরগরম রয়েছে আইপিএল এর বাজারও।
উল্লেখ্য, এবছরের শেষেই সঙ্গী রণবীর সিংকে বিয়ে করার কথা দীপিকার। আর অন্যদিকে স্ত্রী সাক্ষীর সঙ্গে সুখে সংসার করছেন জিভার বাবা মাহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে এই নয়া ভিডিওটি দীপিকা-মাহির পুরনো ঘটনাকে উস্কে দিলেও , আপাতত সিএসকে ফ্য়ানেরা মশগুল এই ভিডিওটিতে। ভিডিওতে দেখা যাচ্ছে সিএসকে-র জার্সি পরে ধোনি সমেত গোটা টিমই । অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের টিমের সঙ্গে নাচলেন রোহিত শর্মাও। সঙ্গে নাচলেন মুমব্ই ইন্ডিয়ান্স টিমের সমস্ত ক্রিকেটাররা।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.