For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কে রাজকুমারের ফিল্ম, সিআরপিএফ অফিসারের তরফে দায়ের হল অভিযোগ

রাজকুমার রাও অভিনীত নিউটন বহুল প্রশংসিত ছবি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ভারতের তরফে অস্কার মনোনয়নের জন্য়ও পাঠানো হয়।

  • |
Google Oneindia Bengali News

রাজকুমার রাও অভিনীত নিউটন বহুল প্রশংসিত ছবি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ভারতের তরফে অস্কার মনোনয়নের জন্য়ও পাঠানো হয়। ছবিতে রাজকুমারের অভিনয় ভীষণবভাবে প্রশংসিত হয়। জাতীয় পুরস্কারের সম্মানও পেয়েছে ছবিটি। এরই মধ্যে ছবিটির বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। অভিয়োগ দায়ের করেছেন একজন সিআরপিএফ অফিসার।

বিতর্কে রাজকুমারের ফিল্ম, সিআরপিএফ অফিসারের তরফে দায়ের হল অভিযোগ

ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামে নির্বাচনের কাজে যাওয়া এক প্রিসাইডিং অফিসারের কাহানি নিয়ে ছবিটি তৈরি হয়েছে। 'নিউটন' ছবিটিতে দেখানো হয়, ছত্তিশগড়ের যে গ্রামটিকে মাওবাদী অধ্য়ুষিত গ্রাম বলে দাবি করা হচ্ছে , সেই গ্রামে রাষ্ট্রযন্ত্র কীভাবে সক্রিয় হয়ে শোষণ চালাচ্ছে। আর সিআরপপিএফ অফিশিয়ালরা কীভাবে রাষ্ট্রযন্ত্রের অধীনে থেকে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। আর সিআরপিএফ কর্মীদের ও অফিশিয়ালদের নেতিবাচকভাবে দেখানোর বিরুদ্ধেই দায়ের হয়েছে অভিযোগ।

ছবির নির্মাতাদের বিরুদ্ধে এক সিআরপিএফ অফিসার অভিযোগ দায়ের করেন। তাঁর দাবিতে ছবিতে সিআরপিএফ অফিসারদের নেতাবিচকভাবে দেখানো হয়েছে। আর সেটা ঠিক হয়নি। এনিয়ে তিনি ফৌজদারি মামলা দায়ের করেছেন। জাতীয় সম্মান প্রাপ্ত ছবি র বরুদ্দে এরকম মামলা দায়ের হওয়াতে রীতিমত বিতর্কে এসে গিয়েছে রাজকুমারের 'নিউটন'। এই প্রথমবার নয়, এর আগেও নিউটন ছবিটিকে নিয়ে বিতর্কের জল কম গড়ায়নি। ইরানি ছবি 'সিক্রেট ব্যালট' অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে বলেও দাবি ওঠে। যদিও সেই দাবি খারিজ করে দেয় ছবির নির্মাতারা। তবে একজন সিআরপিএফ অফিসারের অভিযোগের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখবার।

English summary
CRPF official files a complaint against Rajkummar Rao's Newton.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X