'হিন্দুধর্ম এখন সবচেয়ে হিংসাত্মক', উর্মিলার মন্তব্যের পর যা ঘটল
অভিনেত্রী থেকে কংগ্রেস নেত্রী হয়ে ওঠা উর্মিলা মাতোন্ডকার এবার বিতর্কে জড়িয়ে পড়লেন এক মন্তব্যকে ঘিরে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি দলই নিজের মতো করে প্রচার চালাচ্ছে। আর ভোট ময়দানে নেমে একাধিক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়ছেন নেতা নেত্রীরা। এবার মহারাষ্ট্রের কংগ্রেস প্রার্থী উর্মিলার বিতর্কিত মন্তব্যের জেরে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

মুম্বই উত্তর থেকে কংগ্রেসের প্রার্থী উর্মিলা। প্রচারে নেমে একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বহুবার বিজেপির হিন্দুত্ব নীতিকেও আক্রমণ করেছেন উর্মিলা। এমনই এক বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানা বাঁধছে।গত ৫ বছরে তা বেড়েছে।.. যা চলছে বর্তমানে তা অসহনীয়। ' এরপর উর্মিলা বলেন, ' যে ধর্ম সহিষ্ণুতার জন্য পরিচিত,তা এখন সবচেয়ে বেশি হিংসাত্মক।আর এজন্যই আমি নরেন্দ্র মোদীর সরকারকে অপছন্দ করি।'
[আরও পড়ুন: বিতর্কে থিম সং! বাবুলের গান নিষিদ্ধ ঘোষণা করল কমিশন]
উল্লেখ্য, ১৭ তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে দেশ। মুম্বইয়ে ২৯ এপ্রিল ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় চলবে এখানের ভোট গ্রহণ। আর সেদিনই ভাগ্যপরীক্ষা হবে উর্মিলার।
[আরও পড়ুন:আমরা ভাল না করতে পারলে অন্যরা সুযোগ পাবে! ভোটারদের 'কৌশলী' বার্তা গডকরির]
[আরও পড়ুন: স্বাধীনতার পর থেকে হয়নি উন্নয়ন! যোগী রাজ্যে ভোট বয়কটের ডাক]