For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত পরমব্রত, রুদ্রনীল, রেশমি, রয়েছেন হোম আইসোলেশনেই

করোনা আক্রান্ত পরমব্রত, রুদ্রনীল, রেশমি, রয়েছেন হোম আইসোলেশনেই

  • |
Google Oneindia Bengali News

এক এক করে প্রায় প্রতিটি দেশে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। করোনার কবলে পড়েছেন বলি থেকে টলির অনেক সেলিব্রিটিরা। রাজ চক্রবর্তী, শুভশ্রীর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলিও। এবারের করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী রেশমি সেন, অভিনেতা রুদ্রনীল ঘোষও।

করোনা আক্রান্ত পরমব্রত, রুদ্রনীল, রেশমি, রয়েছেন হোম আইসোলেশনেই


অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিজের ট্যুইটারে পোস্ট করে জানান অভিনেতা। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ ছিল। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসে। আমি ৩০ তারিখ কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার সামান্য উপসর্গ ছিল তাও কমে গিয়েছিল। আমি পুরোপুরি সুস্থ ছিলাম। কিন্তু এর দুইদিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য আবার কোভিড পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। মানে আমি করোনা আক্রান্ত হই। তিনদিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'

অন্যদিকে টালিউডেও থাবা বসিয়েছে করোনা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন । নিয়েছিলেন করোনার ভ্যাকসিনের দুটি ডোজ। করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রত্যকেই হোম আইসোলেশনে আছেন বলে জানা গিয়েছে।


দেব জানান, ' আমি কোভিড পজেটিভ, এটা একাবারেই গুজব। এবং ভুল। আজ সকালে আরটি-পিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পেয়ে যাব। আমার জন্য চিন্তা করার জন্য সবাইকে ধন্যবাদ। একটা বিষয় নিশ্চিত যে আমরা যুদ্ধের পর্যায়ে আছি। সিনেমা, মিছিল, মেলা, বড় সমাবেশ, সবকিছু অপেক্ষা করতে পারে। নিজের প্রিয়জনেদের খেয়াল রাখুন। মাস্ক পরুন। (এটুকুই)'


অপরদিকে, পর পর কত সেলিব্রিটি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই জানিয়েছেন একথা।

মাইক্রো ব্লগিং সাইট সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী জানান, 'শুভশ্রী ও আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা হোম আইসোলেশনেই রয়েছি। প্রত্যেকে সুরক্ষিত থাকুন, মাস্ক পরে থাকুন। আর অবশ্যই যাতবীয় করোনাবিধি মেনে চলুন।'

English summary
corona outbreak in tollywood affected parambrata chatterjee rudranil ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X