For Quick Alerts
For Daily Alerts
পোশাক বিতর্কে অভিনেত্রী ফতিমা, কী সেই বিতর্কিত পোশাক, দেখুন ছবি
প্রিয়ঙ্কা চোপড়ার পর এবার পোশাক বিতর্কে আরেক বলিউড সুন্দরী। 'দঙ্গল' খ্য়াত অভিনেত্রী ফতিমা সানা শেখের সুইমস্যুট পরা ছবি ঘিরে শুরু হয়েছে সোস্যাল মিডিয়ায় ট্রোল।

ছবিতে সমুদ্র সৈকতে ফতিমা একটি সুইমস্যুট পরে ছবি তোলেন। আর তা নিয়েই দানা বাঁদে বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে একটি হল্টার নেক সুইমস্যুট পরে রয়েছেন ফতিমা। ছবিকে কেন্দের করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়।

বিতর্ক, রমজানের সময়ে মুসলিম হওয়া সত্ত্বেও কেন ফতিমা সুইমস্যুট পরেছেন, তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। উল্লেখ্য, এর আগেও পোশাক বিতর্কে জড়িয়েছেন ক্যাটরিনা কাইফ সহ একাধিক বলিউড অভিনেত্রী। তবে ইওরোপের মালটায় সমুদ্র সৈকতে তোলা ফতিমার এই ছবি ঘিরে বিতর্ক কতদূর পর্যন্ত গড়ায় এখন সেটাই দেখার।