For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তির আগেই ছবির সংলাপ ঘিরে বিতর্কে জড়ালো ‘‌পানিপথ’‌

Google Oneindia Bengali News

মুক্তির আর মাত্র এক সপ্তাহ বাকি। আর এর মধ্যেই বিতর্কে জড়ালো আশুতোষ গোয়ারকর পরিচালিত '‌পানিপথ’‌। অর্জুন কাপুর ও কীর্তি স্যানন অভিনীত এই ছবির একটি সংলাপকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবির ট্রেলারে কীতি স্যাননের সংলাপকে নিয়ে তীব্র আপত্তি তুলেছেন পেশওয়া বাজি রাওয়ের বংশধর। এই সংলাপকে তিনি তীব্র আপত্তিকর বলে দাবি জানিয়েছেন এবং তিনি পরিচালকে এ বিষয়ে নোটিসও দিয়েছেন। যদি নোটিসের জবাব না আসে তবে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

বিতর্কে পানিপথ ছবির সংলাপ


'‌পানিপথ’‌–এ কীর্তিকে দেখা যাবে অর্জুনের স্ত্রী পার্বতী বাইয়ের ভূমিকায়। ট্রেলারে দেখা গিয়েছে অর্জু কাপুর যখন যুদ্ধের জন্য যাচ্ছেন, সেই সময় কীর্তি বলেন, '‌আমি শুনেছি যে পেশওয়া যখন একা যুদ্ধে যান তখন এক মস্তানিকে নিয়ে ফিরে আসেন (‌ম্যায়নে শুনা হ্যয় পেশওয়া জব একেলে মুহিম পর জাতে হ্যয় তো এক মস্তানি কে সাথ লট তে হ্যয়)‌।’‌

পেশওয়ার অষ্টম–প্রজন্মের বংশধর এই সংলাপে তীব্র আপত্তি তোলেন। নবাবজাদা সহদেব আলি বাহাদুর বলেন, '‌নির্দিষ্ট একটি সংলাপ শুনতে খুব বাজে লাগছে এবং এটি খুবই আপত্তিকর। এটি যেভাবে ব্যবহৃত হয়েছে, তা কেবল মস্তানী সাহিবারই নয়, পেশওয়ারের একটি খারাপ চিত্র উপস্থাপন করেছে যা আমাদের শ্রোতাদের এবং মারাঠার ইতিহাস সম্পর্কে অজানা তরুণদের কাছে। মাস্তানি বাই অন্য এক মহিলা ছিলেন না, পেশওয়া বাজি রাওয়ের একনিষ্ঠ স্ত্রী ছিলেন।’‌ তিনি বলেন, '‌সিনেমার ট্রেলারটিতে সেই অংশটি দেখার পরে আমি সেই অংশটি সরিয়ে দিতে বা প্রয়োজনে পরিবর্তন করার জন্য প্রযোজক এবং পরিচালককে নোটিশ পাঠিয়েছি। তারা যদি সাড়া না দেয়, আমি তাদের বিরুদ্ধে আদালতে যাব।’‌

পাণিপথের তৃতীয় যুদ্ধের ওপর এই ঐতিহাসিক ছবিটি তৈরি করা হয়েছে। অর্জুন–কীর্তি ছাড়াও এই ছবিতে সঞ্জয় দত্তকে দেখা যাবে। ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

English summary
For the unversed, Panipat is a historical war film and is based on the third battle of Panipat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X