For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ নির্বাচনের ময়দানে কি নামছেন নবাব বেগম করিনা!কোন রাজনৈতিক দল চাইছে তাঁকে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ভোটব্যাঙ্ক সমীকরণ নিয়ে ব্যস্ত। আর ভোটব্য়াঙ্ক সমীকরণের সঙ্গে চলছে প্রার্থী বাছাইয়ের কাজও।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ভোটব্যাঙ্ক সমীকরণ নিয়ে ব্যস্ত। আর ভোটব্য়াঙ্ক সমীকরণের সঙ্গে চলছে প্রার্থী বাছাইয়ের কাজও। কঙ্গনা রানাওয়াত থেকে মাধুরী দীক্ষিত সহ একাধিক তারকার নাম ভোটের ময়দানে শোনা গিয়েছিল। এবার উঠে আসছে পতৌদির নবাব বেগম করিনা কাপুর খানের নাম!

 করিনা ও তাঁর ফ্যান ফলোইং

করিনা ও তাঁর ফ্যান ফলোইং

সদ্য মা হওয়ার পর থেকে 'বীরে দি ওয়েডিং' ফিল্মের হাত ধরে করিনা কাপুর ফিরে এসেছেন বলিউডে। হাতে রয়েছে আরও নামী ব্যানারের ছবিও। তবে এরকম এক পরিস্থিতিতে কি আদৌ করিনা রাজি হবেন নির্বাচনের ময়দানে নামতে? এই মুহূর্তে এটাই লাখ টাকার প্রশ্ন। বিশেষত করিনার আকাশ ছোঁয়া ফ্যান ফলোইং -ই তাঁর ভোটের ময়দানে চাহিদা বাড়িয়ে তুলেছে ।

 কোন রাজনৈতিক দলের পছন্দ করিনাকে?

কোন রাজনৈতিক দলের পছন্দ করিনাকে?

উল্লেখ্য,কংগ্রেসের তরফে থেকে চাওয়া হচ্ছে করিনা কাপুরকে।বলিউড তারকা করিনাকে নিয়ে ভোট ময়দানে এগিয়ে যেতে চাইছে কংগ্রেস। মধ্যপ্রদেশের কংগ্রেসের তরফে এই নিয়ে ভাবনা চিন্তা অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে।

কেন মধ্যপ্রদেশ থেকে টিকিট?

কেন মধ্যপ্রদেশ থেকে টিকিট?

উল্লেখ্য, মধ্যপ্রদেশে পতৌদি রাজবংশের একটা কার্যকরি প্রভাব রয়েছে। সেকথা মাথায় রেখে মধ্যপ্রদেশ থেকেই করিনা কাপুরকে ভোটে প্রার্থী করতে চাইছে কংগ্রেস। প্রসঙ্গত, করিনার শাসুড়ি তথা বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর বহুদিন ধরেই কংগ্রেস ঘনিষ্ঠ বলে শোনা যায়। শুধু তাই নয় গোটা পতৌদি পরিবারও এককালে কংগ্রেসের বেশ ঘনিষ্ঠ ছিল।

মনসুর আলি পতৌদি ভোটে দাঁড়িয়েছিলেন

মনসুর আলি পতৌদি ভোটে দাঁড়িয়েছিলেন

১৯৯১ সালে ভোপাল থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ক্রিকেটার তথা ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। সেই সময় তাঁর জনপ্রিয়তায় ভর করে বিজেপির প্রতিদ্বন্দ্বিতে হেলায় হারিয়েছিল কংগ্রেস।

কেন করিনা?

কেন করিনা?

মধ্যপ্রদেশ কংগ্রেস মনে করছে যুব ভোটব্যাঙ্ক টানতে তাঁদের প্রয়োজন করিনার মতো প্রার্থীকে। যেখানে তাঁর পরিবার এর আগেও কংগ্রেসের হয়ে ভোটে লডে়ছিল সেখানে ২০১৯ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে করিনা কংগ্রেসের প্রস্তাব ফেলতে পারবেন না বলেই মনে করছে সেরাজ্যের হাত-শিবির।

English summary
Congress netas want Kareena to contest polls, say Yuva will back her.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X