For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপিকাকে সমর্থন করে কংগ্রেস–সপা বিশেষ প্রদর্শনী করবে ‘‌ছপক’‌ ছবির

দীপিকাকে সমর্থন করে কংগ্রেস–সপা বিশেষ প্রদর্শনী করবে ‘‌ছপক’‌ ছবির

Google Oneindia Bengali News

শুক্রবার দেশজুড়ে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন অভিনীত '‌ছপক’‌। মঙ্গলবার জেএনইউ আক্রান্তদের সঙ্গে হঠাৎই দেখা করতে যান অভিনেত্রী। তারপর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন দীপিকা। তাঁর ছবি '‌ছপক’‌ মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করে অবশেষে শুক্রবার মুক্তি পেল '‌ছপক’‌। একদিকে যখন বিজেপির তোপের মুখে অভিনেত্রী, অন্যদিকে দীপিকার এই ছবিকে সমর্থন করেছে বিরোধী দলগুলি। বেশ কিছু রাজনৈতিক দল বিশেষভাবে এই ছবি দেখানোর বন্দোবস্ত করেছে।

সমাজবাদী পার্টি

সমাজবাদী পার্টি

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব পরিচালক মেঘনা গুলজার ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘‌ছপক'‌-এর বিশেষ প্রর্দশনীর ব্যবস্থা করেছে তাঁর দলের কর্মীদের জন্য। জানা গিয়েছে, এই কারণের জন্য লখনউয়ের একটা সিনেমা হলও বুক করা হয়েছে। দীপিকাকে সমর্থন করার জন্যই অখিলেশের এই সিদ্ধান্ত। মঙ্গলবারই জেএনইউ আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপির রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

পাঞ্জাবের কংগ্রেস সরকার

পাঞ্জাবের কংগ্রেস সরকার

সমাজবাদী পার্টির পাশাপাশি পাঞ্জাব সরকারের সামাজিক সুরক্ষা ও শিশু-মহিলা কল্যাণ দপ্তর শনিবার জিরাকপুরে অ্যাসিড আক্রান্তদের জন্য ‘‌ছপক'‌ দেখার বন্দোবস্ত করেছে।

 উত্তরপ্রদেশ কংগ্রেস

উত্তরপ্রদেশ কংগ্রেস

‘‌ছপক'‌ ছবিকে সমর্থন করেছে উত্তরপ্রদেশের কংগ্রেসও। দলের নেতা শৈলেন্দ্র তিওয়ারি শহর জুড়ে ছবির পোস্টার লাগিয়েছে এবং দর্শকদের ছবিটি দেখার অনুরোধও করেছেন।

৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। এই দিনটি তিনি একটি ক্যাফেতে অ্যাসিড আক্রান্তদের সঙ্গে কাটান। দীপিকা পাডুকোনকে সমর্থন করার জন্য মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে তাঁর ছবির প্রদর্শনের ওপর বিনোদন কর মকুব করা হয়েছে।

‌'‌ছপক’‌–এর সাফল্যের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপিকা পাড়ুকোন ‌'‌ছপক’‌–এর সাফল্যের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপিকা পাড়ুকোন

English summary
Support for Deepika Padukone has also come from other states, with Madhya Pradesh and Chhattisgarh waiving entertainment tax on the screening of her film
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X