'না রে না ' গান দিয়ে শুরু, অরিজিতের কণ্ঠে সেই গান একটা বড় সংখ্যক বাঙালির মন জয় করে নিয়েছিল। তারপর আর ফিরে তাকাতে হয়নি সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়কে। সাম্প্রতি তাঁর পরিচালিত গান 'ভুটু ভাইজান' মুক্তি পেয়েছে। আর তা মুক্তি পেতেই তা ইন্টারনেট মাত করে দিয়েছে। এই সাফল্য পেয়ে বেশ খুশি অরিন্দম চট্টোপাধ্য়ায়।

অরিন্দম বলছেন 'হামি'র গান এতটা জনপ্রিয় হওয়ার কারণ ইন্টারনেটে গানটির ভিডিও বেশ ট্রেন্ডিং ছিল। আর সেজন্যই গানটি সকলের কাছে পৌঁছে গিয়েছে। তবে সাফল্যের জন্য অরিন্দম, ছবির পরিচালক শিবপ্রসাদ- নন্দিতাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি ছবির গানের জন্য অনিন্দ্য চট্টোপাধ্য়ায়, শ্রেয়ান, আরশি সকলক গায়ক গায়িকাদেরও কৃতিত্ব দিতে ভোলেননি অরিন্দম।
এক প্রথম সারির বংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অরিন্দম জানিয়েছেন, জিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। তাঁর সাফল্য দেখলে জিৎ নিজেও অরিন্দমকে টেক্সট করেন। এছাড়াও এ আর রহমান, প্রীতম, বিশাল-শেখর তাঁর অনুপ্রেরণা বলে জানান অরিন্দম।