For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হাতে সিগারেট, পিছনে এলজিবিটি পতাকা, মা কালী তথ্যচিত্র ঘিরে বিতর্কে পরিচালক

‌হাতে সিগারেট, পিছনে এলজিবিটি পতাকা, মা কালী তথ্যচিত্র ঘিরে বিতর্কে পরিচালক

Google Oneindia Bengali News

দেবী কালী ধূমপান করছেন। তথ্যচিত্রের পোস্টারে এরকম ছবি দেখিয়ে হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ আনা হল ভারতীয় চলচ্চিত্র পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, লীনা তার পরবর্তী তথ্যচিত্রের ট্রেলার পোস্ট করেছেন। এটি কানাডার রিদমসের অংশ হিসেবে আগা খান মিউজিয়ামে আত্মপ্রকাশ করে।

‌হাতে সিগারেট, পিছনে এলজিবিটি পতাকা, মা কালী তথ্যচিত্র ঘিরে বিতর্কে পরিচালক

নেটিজেনদের কটাক্ষ দ্বারা বিদ্ধ সেই পোস্টারে দেখা গিয়েছে একজন নারীকে হিন্দু দেবী হিসাবে। সেই ছবিতে, সেই হিন্দু দেবীকে সিগারেট খেতেও দেখা যায়। শুধু তাই নয়, এমনকী এলজিবিটি সম্প্রদায়ের গর্বিত পতাকাটিও স্পষ্ট ওই দেবীর প্রেক্ষাপটে। পরিচালক দেবতাকে চিত্রিত করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ করার পরে ব্যবহারকারীরা পোস্টারটি সরানোর অনুরোধ করেন। টুইটারে, 'লীনা মণিমেকলাইকে গ্রেপ্তার করুন' শব্দটিও ট্রেন্ডিং হয়ে ওঠে টুইটারে। তবে কটাক্ষ-সমালোচনার মুখে পড়েও দমে যাননি লীনা। তিনি বিতর্কের মাঝেও মানুষকে '‌ঘৃণার চেয়ে ভালোবাসা'‌ বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি কানাডার শীর্ষস্থানীয় সিনেমার কিছু ছাত্রকে একটি শিবিরে অংশগ্রহণ করতে বলেছিল যেখানে তারা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য অন্বেষণ করে চলচ্চিত্র তৈরি করেছিল। 'কালী' ছবিতে অবদান রেখে সেই শিবিরে অংশ নিয়েছিলেন লীনা। তিনি বলেন, '‌আমি এটিতে প্রধান ভূমিকা পালন করেছি, প্রযোজনা করেছি এবং পরিচালনা করেছি।'‌

লীনা বলেন, '‌এক সন্ধ্যায় যখন কালী আবির্ভূত হয় এবং টরন্টোর রাস্তায় ঘোরাফেরা করে তখন যে ঘটনাগুলি ঘটে তা হল সিনেমার কেন্দ্রবিন্দু। আপনি যদি ছবিটি দেখেন তবে লীনা মণিমেকলাইকে গ্রেপ্তার করুন এর পরিবর্তে লাভ ইউ লীনা মণিমেকলাই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন।'‌ লীনার দাবি, '‌এই কালী অনেক জাতিগত পার্থক্যের মধ্যে ঘৃণার পরিবর্তে প্রেম বেছে নেওয়ার কথা বলেছেন।'‌

পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, কী বললেন তারকারা দেখুনপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, কী বললেন তারকারা দেখুন

প্রসঙ্গত, গত ২ জুন ২০২২ সালে টুইটারে নিজের ডকুমেন্টারির এই পোস্টার টুইট করেছিলেন পরিচালক। এই পোস্টার প্রকাশ হওয়ার পরই টুইটারে শোরগোল পড়ে যায়। নেটিজেনদের একাংশ প্রতিবাদে ফেটে পড়েন। সম্প্রতি ব্রহ্মাস্ত্র-এর ট্রেলারে জুতো পরে মন্দিরে রণবীরের ঘণ্টা বাজানোর দৃশ্য দেখা যাওয়ায় প্রবল সমালোচনা শুরু হয়

English summary
complain against Indian director for depicting goddess kali to smoke‌
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X