For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী 'লিনকিন পার্ক'-এর গায়ক চেস্টার বেনিংটন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর

রক মিউজিকের দুনিয়ায় ইন্ড্রপতন। গলায় স লাগিয়ে আত্মঘাতী হলেন হার্ড মেটাল ব্যান্ড লিংকিং পার্কের মুখ্য গায়ক চেস্টার বেনিংটন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

Google Oneindia Bengali News

রক মিউজিকের দুনিয়ায় ইন্ড্রপতন। গলায় স লাগিয়ে আত্মঘাতী হলেন হার্ড মেটাল ব্যান্ড লিনকিন পার্কের মুখ্য গায়ক চেস্টার বেনিংটন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। লস অ্যাঞ্জেলসে তাঁর নিজের বাড়ি থেকে স্থানীয় সময় সকাল ৯টায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই প্রবাদপ্রতিম গায়কের দেহ।

আত্মঘাতী 'লিনকিন পার্ক'-এর গায়ক চেস্টার বেনিংটন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর

চেস্টারের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, স্থানীয় বহুদিন ধরে চূড়ান্ত অবসাদে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই মাত্রাতিরিক্ত মাদক সেবনও করছিলেন । জুলাই মাসের শেষে লিনকিন পার্কের নতুন অ্যালবাম '‌ওয়ান মোর লাইট'‌ প্রকাশ পাওয়ার কথা ছিল। তারপরেই গোটা দুনিয়া জুড়ে অনুষ্ঠান করতে যাওয়ার কথা ছিল এই ব্যান্ডের।

তাঁর গুণমুগ্ধরা বলে থাকেন, তাঁর কণ্ঠে একদিকে যেমন কোমলতা রয়েছে, তেমনি রয়েছে অনুভূতিকে ফুটিয়ে তোলার জন্য় অসামান্য দানবীয় উদ্যমে উচ্চকণ্ঠে গাওয়ার ক্ষমতা। সেই ক্ষমতাও হার মনেছে চূড়ান্ত অবসাদের কাছে। এদিকে, চেস্টারের মৃত্যুর ঘটনায় চেস্টারের দুই স্ত্রী এবং অন্য নিকটজনদের জেরা করা হচ্ছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল লিনকিন পার্কের প্রথম অ্যালবাম '‌হাইব্রিড থিওরি'‌। 'মিটিওরা'‌ অ্যালবামের খ্যাতি তাদের বর্তমান যুগের সেরা রক ব্যান্ডদের সারিতে নিয়ে আসে।

English summary
Chester Bennington, the Linkin Park lead singer whose screeching vocals helped the rock-rap band become one of the most commercially successful acts in the 2000s, was found dead in his home near Los Angeles on Thursday. He was 41.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X