For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে সিদ্ধান্তের আগে এই পদক্ষেপ সেন্সর বোর্ডের

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিটি নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

পরিচালক সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিটি নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি। ক্রমাহত বিক্ষোভ প্রতিবাদের জেরে বিতর্কের মুখে পড়ে এই ছবি। শেষে নির্দিষ্ট দিনে মুক্তি পায়নি 'পদ্মাবতী'। আপাতত বল সেন্সর বোর্ডের কোর্টে। ছবি মুক্তির বিষয়ে সেন্সরবোর্ড কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে সিদ্ধান্তের আগে এই পদক্ষেপ সেন্সর বোর্ডের

সূত্রের খবর, সেন্সর বোর্ড জয়পুরের কয়েকজন ইতিহাসবিদকে আমন্ত্রণ জানিয়েছেন এই ছবির স্ক্রিনিং-এ। তাঁরা ছবি দেখার পরই সেন্সর বোর্ডে তরফে কোনও সিদ্ধান্ত আসতে চলেছে। বোর্ড আপাতত এই ঐতিহাসকদের মতের ওপর নির্ভর করে রয়েছে। সেন্সরের সামনে মূল প্রশ্ন হল, এই ছবিতে ইতিহাসকে কোনওভাবে বিকৃত করা হয়েছে কি না! তা স্পষ্ট হয়ে গেলেই ছবি মুক্তির দিনক্ষণ সামনে আসবে।

উল্লেখ্য, চিতোরের রাজরানি পদ্মীনিকে নিয়ে লেখা কবিতা 'পদ্মাবত' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি নির্মিত হয়েছে। ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মিনীর ড্রিম সোকেয়েন্সের দৃশ্য নিয়ে প্রতিবাদ গড়ে তোলে রাজপুত সম্প্রদায় তথা রাজপুত কর্নি সেনা। যার ফলে দেশের বিভিন্ন জায়গায়, ভাঙচুর , বিক্ষোভ হয়।

English summary
The censor board who will finally be providing a certificate to the film next year have invited historians from Jaipur to watch the film reports IANS. The board is looking for their opinion regarding the film and thus have requested Professor B.L. Gupta and Prof R.S. Khangarot to come on board.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X