For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিভেজা দিনে প্রেম না ফুটবল, কিসে মাতোয়ারা হতে প্রস্তুত এই টলি তারকারা

বৃষ্টিভেজা সন্ধ্যে কিংবা রাত, আর টিভির পর্দায় ফুটবল, হাতের সামনেই প্লেট ভর্তি পকোড়া! বাঙালির কাছে স্বর্গসুখের সংজ্ঞা খানিকটা এরকমই।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিভেজা সন্ধ্যে কিংবা রাত, আর টিভির পর্দায় ফুটবল, হাতের সামনেই প্লেট ভর্তি পকোড়া! বাঙালির কাছে স্বর্গসুখের সংজ্ঞা খানিকটা এরকমই। এরকম আবহে কেউবা মন মজিয়ে ফেলেন পাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা নিয়ে, তো কেউ বর্ষার বিকেলে বান্ধবীর হাতে হাত রেখে ভুলে যেতে চান সপ্তাহের ক্লান্তি। কালো করে আসা শহরের আকাশ এক এক জনকে এক এক রকমের আবেগে ভাষায়। টলিউড সেলেব্রিটিরাও বৃষ্টিভেজা দিন নিজের মতো করে উপভোগ করতে প্রস্তুত। একদিকে ফুটবল বিশ্বকাপ অন্যদিকে অঝোর বারিধারা, এবারের বর্ষা কীভাবে উপভোগ করতে চাইছেন টলিউজ সেলেবরা দেখে নেওয়া যাক।

ঋদ্ধি সেন

ঋদ্ধি সেন

ঋদ্ধি বলছেন, বৃষ্টির দিনে ব্যালকনিতে টাপুর-টুপুর বৃষ্টি দেখতে ভালোবাসেন তাঁর মা। বৃষ্টি দেখতে ঋদ্ধিও পছন্দ করেন। তবে তিনি মুষলধারার বৃষ্টিতে নিজেকে ঘরবন্দি রাখতেই পছন্দ করেন। রাস্তায় কাদা থাকুক বা জল জমুক, বান্ধবীর হাত ধরে বৃষ্টির দিনে অজানা গন্তব্যে চলতে সব সময়ে পছন্দ করে ঋদ্ধি।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

বৃষ্টিভেজা ছাদে নাচ, কিংবা সকলে মিলে হইচই! মিমির কাছে বর্ষা বলতেই এই ছবিগুলিই আগে ভেসে ওঠে। কাদামাখা মাঠে বৃষ্টির দিনে খেলাধুলোই মিমির কাছে বর্ষা উপভোগ করার সেরা উপায়।

যশ দাশগুপ্ত

যশ দাশগুপ্ত

বৃষ্টির সন্ধ্যে মানেই যশের কাছে খাওয়া দাওয়ার আসর জমানো। পকোড়া থেকে কাবাব, সমস্ত কিছুতেই কব্জি ডুবিয়ে খেতে ভালোবাসেন যশ। বৃষ্টিভেজা রাস্তায় লং ড্রাইভও পছন্দ তাঁর।

সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায়

বর্ষা মানেই সৃজিতের কাছে ময়দানের ফুটবল। কাদায় পা ডুবিয়ে যদি ফুটবলই না খেলা হল , তাহলে সেই বর্ষা উপভোগ্যই হবে না। এমনই দাবি টলিউডের ব্যস্ততম পরিচালক সৃজিতের কাছে।

তনুশ্রী

তনুশ্রী

'অরণ্যের দিনরাত্রি', কিংবা 'গুপী গাইন বাঘা বাইন' তনুশ্রীর বৃষ্টিভেজা সন্ধ্যে এভাবেই কেটে যেত। পাশাপাশি বর্ষার দিনে প্রেম তনুশ্রীর কাছে বেশ আকর্ষণীয়।

English summary
Celebs and their monsoon plans during worldcup Football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X