For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয় 'পঞ্চম দা'-র জন্মদিনে টুইট বার্তায় শ্রদ্ধার্ঘ তারকাদের

এদিন স্বনামধন্য সুরকার আর ডি বর্মনের ৭৯ তম জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন একাধিক সেলেব্রিটি। আদনান স্বামী থেকে শাবানা আজমি সকলেই এদিন প্রিয় পঞ্চম দার প্রতি শ্রদ্ধার্ঘ জানান।

  • |
Google Oneindia Bengali News

এদিন স্বনামধন্য সুরকার আর ডি বর্মনের ৭৯ তম জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন একাধিক সেলেব্রিটি। আদনান স্বামী থেকে শাবানা আজমি সকলেই এদিন প্রিয় পঞ্চম দার প্রতি শ্রদ্ধার্ঘ জানান।

প্রিয় পঞ্চম দা-র জন্মদিনে টুইট বার্তায় শ্রদ্ধার্ঘ তারকাদের

১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন রাহুলদেব বর্মন। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের সন্তান রাহুলও বলিউডে সঙ্গীত পরিচালক তথা গায়ক হিসাবে খ্যাতি অর্জন করেন। বলিউডের সুরেলা সফরে ঘনিষ্ঠদের কাছে পরিচিতি পান পঞ্চম নামে। লতা মঙ্গেশকর থেকে আশা ভোঁসলে, সকলেই তাঁর সুর দেওয়া গানে কণ্ঠ মিলিয়েছেন। ষাট থেকে নব্বইয়ের দশকে ৩৩১ টি গানে সুর দেন আর ডি বর্মন। এদিন তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে টুইটার।

পাক গায়ক আদনান স্বামী শ্রদ্ধা জানান এই সুরের জাদুকরকে।

মধুর ভান্ডারকর পোস্ট করেন এই ভিডিও।

স্মরণ করেন শাবানা আদমিও।

১৯৭১ সালে রিতা প্যটলের সঙ্গে আর ডি বর্মনের বিবাহ বিচ্ছেদের পর ১৯৮০ তে জীবন সঙ্গী হিসাবে তিনি বেছে নেন আশা ভোঁসলেকে। এরপর জীবনের সুরেলা সফরে বিভিন্ন ছবিতে তাঁদের সঙ্গীতে মন ভরিয়েছেন আশা-রাহুল । ১৯৯৪ সালে ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হন এই শিল্পী।

English summary
Celebrities wish Pancham Da on his 79th birth anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X