For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্র অভিযানে ইসরোর পাশে দাঁড়াল বলিউডও, কী প্রতিক্রিয়া দিলেন অমিতাভ, শাহরুখ থেকে লতা

ইসরোর দুঃসংবাদ শোনানোর পরেও পিছিয়ে দেশবাসী যে তাঁদের পাশে আছে সেকথা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট সেই দাবি আরও সুনিশ্চিত করেছে।

Google Oneindia Bengali News

ইসরোর দুঃসংবাদ শোনানোর পরেও তাঁদের পাশে দেশবাসী আছে সেকথা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট সেই দাবি আরও সুনিশ্চিত করেছে। এমনকী বলিউডও এই দুঃসময়ে ইসরোর পাশে দাঁড়িেয়ছে। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান একের পর এক অভিনেতা টুইট করে ইসরোর পাশে থাকার বার্তা দিয়েছেন।

চন্দ্র অভিযানে ইসরোর পাশে দাঁড়াল বলিউডও

অমিতাভ বচ্চন টুইটে লিখেছেন অত্মভিমান কখনও নষ্ট হয় না। ইসরো দেশের সেই আত্মভিমান। এর জন্য গোটা দেশ গর্বিত।

পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশাহ কিং খানও। তিনি টুইটে লিখেছেন, অনেক সময়েই আমরা গন্তব্যে পৌঁছতে পারি না। আসল কথা হলে আমাদের উদ্দেশ্য। আমরা যে লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করেছি সেটাই আসল কথা। আর আমরা যে পারব সেই আত্মবিশ্বাসটা থাকা জরুরি। যে অবস্থায আমরা এখন রয়েছি সেটাই শেষ নয়। সময় এলেই সেটা প্রমাণিত হবে।

অভিনেতা অনুপম খেরও ইসরোর পাশে থেকে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন এর জন্য গোটা দেশ গর্বিত। আমরা ইসরোর পাশে আছি। অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রামে ইসরোর পাশে দাঁড়িয়ে একটি নোট লিেখছেন। তাতে হিনা লিখেছেন, বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ যেন ফিরে আসে সেউ আশা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেমনটা বলেছে দেশ ইসরোর সঙ্গে আছে। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুর এতো কাছে পৌঁছতে পেরেছে। সেটাই সবচেয়ে গর্বের জয় হিন্দ।

অভিনেতা অক্ষয়কুমার টুইটে লিখেছে পরীক্ষা ছাড়া বিজ্ঞান সম্ভব নয়। কখনও সেই পরীক্ষা সাফল্য দেয় কখনও শিক্ষা দেয়। এর জন্য আমরা গর্বিত।

পরিচালক করণ জোহর টুইটে লিখেছেন, ইসরোর বিজ্ঞানীদের স্যালুট জানাই। যা আমরা এখনও পর্যন্ত করতে পেরেছি তার জন্য গর্বিত।

অভিনেতা অজয় দেবগন টুইটে লিখেছেন আমরা গর্বিত এবং আশান্বিত। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর টুইটে ইসরোর পাশে থাকার বার্তা দিয়ে লিখেছেন, আত্মবিশ্বাসই আসল কথা। সেটা অটুট থাকলে সব অসম্ভব সম্ভব হবে।

English summary
Celebrities were cheering for ISRO's big win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X