For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যান থেকে একা ঝুলে পড়া কী সম্ভব ছিল, সুশান্তের ফ্ল্যাটে ঘটনার পুননির্মাণ করে বোঝার চেষ্টা সিবিআইয়ের

Google Oneindia Bengali News

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নামল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিশেষ প্রয়াত অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে ডামি টেস্ট ও ঘটনার পুর্ননির্মাণ করে। এই ডামি টেস্টের উদ্দেশ্য ছিল যে ফ্যানের সঙ্গে নিজে একা ঝুলে পড়া কি সম্ভব নাকি তাঁর মৃত্যু বা অচৈতন্য হওয়ার পর তাঁকে কেউ ঝুলিয়ে দিয়েছে, তা সিবিআই বোঝার চেষ্টা করছিল। তবে সিবিআই এই ঘটনাটি পুঙ্খানপুঙ্খভাবে খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

সুশান্তের ফ্ল্যাটে ঘটনার পুননির্মাণ সিবিআইয়ের


‌ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট দেখা হবে

সিবিআইয়ের সূত্রের খবর, ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হবে যাতে মৃত্যুর পূর্বোক্ত দিকগুলি বোঝা যায়। এবার দেখা যাক এই ডামি টেস্ট থেকে সিবিআই কী উদঘাটন করতে পারল।

❑ ডামি টেস্টের মধ্য দিয়ে এটা জানা যায় যে বিছানা ও ফ্যানের রডের মধ্যবর্তী জায়গায় নিজে ঝুলে পড়ার সম্ভাবনা রয়েছ।

❑ ডাঃ সুধীর গুপ্তা ও তাঁর দল কর্তৃক করা ভিসেরা ও ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে যাতে বোঝা যায় যে সুশান্ত নিজেই গলায় ফাঁস লাগিয়েছিলেন নাকি কেউ তাঁকে মেরে বা অজ্ঞান করে ঝুলিয়ে দিয়েছিল।

মুম্বই পুলিশের ফরেন্সিক রিপোর্টে মৃত্যুর সময় এবং দ্বিতীয় মতামত সম্পর্কে কোন স্পষ্টতা নেই। স্পষ্টতার অভাব এই ঘটনায় সমস্ত জল্পনা-কল্পনার কারণ হয়েছিল।

❑ ডামি টেস্টে দেখা গিয়েছে যে ফ্যান ও বিছানার তোষকের দুরত্ব ৫ ফিট ১১ ইঞ্চি। গুগলের তথ্য অনুযায়ী সুশান্তের উচ্চতা ছিল ৫ ফিট ১০ ইঞ্চি। যদিও অভিনেতা নিজেকে ৬ ফিট বলে দাবি করেতন।

❑ সিবিআইয়ের নজরে পড়েছে তোষক সহ বিছানার উচ্চতা ১ ফিট ৯ ইঞ্চি ও শুধু তোষকের উচ্চতা ৮ ইঞ্চি। তোষক থেকে সিলিংয়ের উচ্চতা ৯ ফিট ৩ ইঞ্চি, মাটি থেকে পপের উচ্চতা ৮ ফিট ১১ ইঞ্চি। সুশান্তের দেহ নত হয়েছিল ৮ ফিট ১ ইঞ্চি মতো।

❑ সুশান্তের কোমর থেকে বাথরব বেল্ট পাওয়া গিয়েছে যেটি ভাঙা অবস্থায় ছিল।

❑ সুশান্ত সিংয়ের ময়নাতদন্ত যেখানে হয়েছে সেই কুপার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে ময়নাতদন্তের ১০–১২ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। সুশান্তের মৃত্যু তাই ১৪ জুন সকাল সাড়ে এগারোটা নাগাদ হয়েছে।

❑ ২৭ জুলাই মুম্বই পুলিশ সুশান্ত যে সবুজ কুর্তা দিয়ে আত্মহত্যা করেছে তা আদৌও অভিনেতার ওজন বহন করতে পারে কিনা সেই সংক্রান্ত ফরেন্সিক রিপোর্ট আসে। যাতে বলা হয় যে ওটি ২০০ কেজি ওজন বহন করতে পারবে। সুশান্তের গলায় একই ধরনের তন্তু পাওয়া গিয়েছে যা কুর্তার তন্তু।

❑ সোমবার সিবিআই রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে। রিয়ার পাশাপাশি সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের রাধুঁনি নিরজকেও ডেকে পাঠাবে সিবিআই।


সুপ্রিম কোর্ট অনুমতি দেয়

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিন দুয়েক আগেই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্তভার হাতে নিয়ে মুম্বইয়ে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকরা। জানা গিয়েছে, মুম্বইয়ে পৌঁছেই তদন্তের কাজ শুরু করে দিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি মুম্বই পুলিশের সঙ্গে দেখা করে অভিনেতার ময়না তদন্তের রিপোর্ট সহ তদন্তের অন্যান্য নথিও সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। পুলিশ সুপার নূপুর প্রসাদের নেতৃত্বে ১০ সদস্যের তদন্তকারী দলটি সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত শুরু করতে মুম্বাই পৌঁছয়। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ।

English summary
The CBI is trying to find out the cause of death of the actor in the investigation of Sushant's case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X