For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাবুমশাই বন্দুকবাজ' ছবির ৪৮ টি দৃশ্যে সেন্সরের কাঁচি, ক্ষুব্ধ সহ প্রযোজক যা বললেন

এবার সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়েছে নওয়াজউদ্দিন সিদ্দকি অভিনীত ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'।

  • |
Google Oneindia Bengali News

সেন্সর বোর্ডের কাঁচিতে ফের আরেকটি বলিউড ছবি বিপর্যস্ত। দেশের একাধিক তথ্যচিত্র থেকে শুরু করে চলচ্চিত্রে যেভাবে সেন্সর বোর্ড কাঁচি চালাচ্ছে তাতে বহু সিনমা নির্মাতাই ক্ষুব্ধ। ছবিতে কোনওরকমের যৌন সুড়সুড়ি মূলক দৃশ্য, উত্তেজক কথা, ধূমপানের দৃশ্য থাকলেই, কাঁচি চালানোর নির্দেশ দেয় সিবিএফসি। এবার সেন্সর বোর্ডের সেই কাঁচির নিচে পড়েছে নওয়াজউদ্দিন সিদ্দকি অভিনীত ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'।

[আরও পড়ুন:নওয়াজের ডিএনএ পরীক্ষায় কী জানা গেল ? দেখুন ভিডিও][আরও পড়ুন:নওয়াজের ডিএনএ পরীক্ষায় কী জানা গেল ? দেখুন ভিডিও]

ছবির ৪৮ টি দৃশ্য বাদ দিয়ে ছবি মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সিবিএফসির তরফে। এই দৃশ্য বাদেও ছবিকে 'A'সার্টিফিকেশন দেওয়া হয়েছে বলে খবর। এদিকে, ছবির প্রযোজকের দাবি, ছবির ৪৮ টি দৃশ্য বাদ দিলে আর কিছুই থাকবে না ছবিতে। দৃশ্য ছাঁটাই হলে , ছবির আসল ফ্লেভারই নষ্ট হয়ে যাবে।

'বাবু মশাই বন্দুকবাজ' ছবির ৪৮ টি দৃশ্যে সেন্সরের কাঁচি, ক্ষুব্ধ সহ প্রযোজক যা বললেন

ছবির সহ প্রযোজক কিরণ শ্রফ জানিয়েছেন, ছবিটি নিয়ে যখন তিনি সিবিএফসির সদস্যদের সঙ্গে আলোচনা করছিলেন তখন তাঁর সম্পর্কে কটূক্তি করেন সদস্যরা। কিরণের দাবি, সিবিএফসির সদস্যরা তাঁকে বলেছেন যে , একজন মহিলা হয়ে তিনি কীভাবে এই দরণের ছবি প্রযোজনা করতে পারে। কিরণের আরও দাবি, সিবিএফসির বোর্ড সদস্যরা তাঁর ছবি নিয়ে কটুক্তি ছাড়াও তাঁকে কেন্দ্র করে হাসাহাসিও করেন। যা অত্যন্ত অপমানজনক বিষয়। সব মিলিয়ে আরও একবার সিবিএফসির 'সরস্কারি' ভাবনার কবলে পড়ে বিতর্কে উঠে এলো বলিউডের আরও একটি ছবি। এর আগে ,"লিপস্টিক আন্ডার মাই বুরখা' নিয়েও একই ধরনের সমস্যায় পড়েন ছবির প্রযোজকরা।

English summary
Babumoshai Bandookbaaz stars Nawazuddin Siddiqui as a hired gun and the Censor Board, often criticised for its puritan values and for demanding heavy edit jobs, has ordered 48 cuts to film despite certifying it 'A' or adult.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X