সলমানের ভাই আরবাজ, সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের বিএমসির
কয়েকদিন আগেই মুম্বইতে এক নাইট ক্লাবে কোভিড বিধি লঙ্ঘন করে যাওয়ার জন্য সুরেশ রায়না থেকে শুরু করে একাধিক তাবড় সেলিব্রিটি মুম্বই পুলিশের নজরে আসে। এরপর এদিন মুম্বই পুরসভা সলমানের দুই ভাই আরবাজ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোভিড বিধি না মানার জন্য।

জানা গিয়েছে শুধু আরবাজ বা সোহেল নন, সোহেলের ছেলে নির্বাণও এই ঘটনায় অভিযুক্ত। নির্বাণের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। মূলত, গত ২৫ ডিসেম্বর আরবাজ , সোহেলরা দুবাই থেকে ফিরেছেন ।এরপর তাঁরা সোজা বিমানবন্দর থেকে বাড়ি চলে যান। যেখানে কোভিড বিধি অনুযায়ী তাঁদের একটি হোটেলে আলাদা থাকার কথা ছিল। আইসোলেশনের নিয়ম তাঁরা মানেননি।
এখানেই শেষ নয়, প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই তিনজন কোভিড বিধি ভাঙেন। তাঁরা জানান যে তাঁরা তাজ হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন, অথচ তা করেননি সোহেলরা। গোটা ঘটনা নজরে পড়ে বিএমসির। মুহূর্তে মুম্বই পুরসভা ব্যবস্থা নেয়। দুই তারকার বিরুদ্ধে দায়ের হয় মামলা। যদিও বিমানবন্দরে এই ৩ জনের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে বলে খবর।