For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সিরিয়ালের শিল্পীদের পরিস্থিতি নিয়ে সোচ্চার প্রসেনজিৎ, কোন বার্তা দিলেন তিনি

বেশ কয়েকদিন ধরেই চলছে আর্টিস্ট ফোরাম ও প্রযোজনা সংস্থাগুলির মধ্যের জট। যার জেরে বন্ধ রয়েছে টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে বাংলা সিরিয়ালের শ্যুটিং।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই চলছে আর্টিস্ট ফোরাম ও প্রযোজনা সংস্থাগুলির মধ্যের জট। যার জেরে বন্ধ রয়েছে টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে বাংলা সিরিয়ালের শ্যুটিং। এদিন জট কাটাকে আরও একবার এদিন নজরুল মঞ্চে বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। বৈঠকে যোগ দেন ফোরামের প্রেসিডেন্ট তথা বাংলা ছবির মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জিৎ ও অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়।

বাংলা সিরিয়ালের শিল্পীদের পরিস্থিতি নিয়ে সোচ্চার প্রসেনজিৎ, কোন বার্তা দিলেন তিনি

দাবি, পাল্টা দাবিতে আপাতত জেরবার বাংলা সিরিয়াল ঘিরে জট। এদিন আর্টস্ট ফোরামের বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিল্পীরাও চান তাড়াতাড়ি কাজ শুরু হোক। কিন্তু আর্টিস্ট ফোরামের দাবি দাওয়ার প্রেক্ষিতে প্রযোজকদের তরফে আরও নমনীয় মনোভাব আশা করছে ফোরাম। কাজের ঘণ্টার প্রেক্ষিতে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ১০ ঘণ্টা সকলেরই কাজের সময়সীমা। কিন্তু তার চেয়ে বেশি ঘণ্টার কাজ করলে ইনসেটিভের বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেন, কাজ করার পরও কেন শিল্পীরা পারিশ্রমিক পাচ্ছেন না সেটা এখনও তাঁর কাছে স্পষ্ট নয়। প্রসেনজিৎ এদিন বলেন, 'বেশিরভাগ অভিনেতারা দিন হিসাবে ২৫০০ থেকে ৩০০০ টাকা পারিশ্রমিক পান। সঠিক সময়ে টাকা না পেলে তাঁরে কীভাবে দিন চালাবেন? এরকম অনেক প্রযোজক রয়েছেন যাঁরা প্রায় দেড় বছর টাকা দেননি শিল্পীদের ।'

[আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ][আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ]

এদিকে, প্রযোজকদের তরফে বলা হয়েছে, ১০ ঘণ্টার যে শিফ্টের কথা বলা হচ্ছে তার মধ্য়ে শিল্পীদের খাওয়ার সময়, মেকআপের সময় ধরে বলা হচ্ছে কী না, সেবিষয়ে তাঁরা নিশ্চিত নন। এপ্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, এই সমস্ত কিছুই গত ৭ জুলাইয়ের বৈঠকে ঠিক করা হয়। সেখানে স্পষ্ট করা হয় ১০ ঘণ্টার শিফ্টের মধ্যে আধঘণ্টার লাঞ্চ ব্রেক ধরা থাকবে। পাশাপাশি তিনি বলেন, 'গত ১২০ দিন ধরে বহু অভিনেতাই পারিশ্রমিক পাননি। এনিয়ে অভিনেতারা যখন ফোরামে জানান, তখন তা নিয়ে প্রযোজনা সংস্থাগুলিকে জানানো হয়। প্রযোজনা সংস্থাগুলি জানায়, এত অর্থমূল্য একসঙ্গে দেওয়া যাবে না। তাঁদের ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়ার কথা বলা হয়। সেবিষয়টিও মেনে নিয়েছি আমরা। আর তা লিখিত ভাবেই মেনে নেওয়া হয়। এরপরও কীভাবে আমাদের ওপর অনৈতিক দাবি তোলার অভিযোগ ওঠে?' প্রযোজনা সংস্থাগুলিকে এদিন এভাবেই বেঁধেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: ছাগলের নাম 'সলমন খান'! এই পশুকে ঘিরে কী ঘটছে জানেন ][আরও পড়ুন: ছাগলের নাম 'সলমন খান'! এই পশুকে ঘিরে কী ঘটছে জানেন ]

[আরও পড়ুন:বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা ][আরও পড়ুন:বাংলা সিরিয়াল ঘিরে জট তুঙ্গে, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রীরা ]

English summary
Can actors be blamed for disruption of Bengali serial telecast asks Prosenjit .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X