For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঠুয়া ধর্ষণের প্রতিবাদ করায় করিনা-সোনম-স্বরাদের সঙ্গে ঘটে চলেছে এই কাণ্ড

কাশ্মীরের কাঠুয়াতে এক ৮ বছরের বালিকাকে গণধর্ষণের ঘটনায় প্রবল প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। সেই প্রতিবাদ গর্জে উঠেছিল বলিউড। সরব হয়েছিলেন স্বরা ভাস্কর, করিনা কাপুর, সোনম কাপুররা।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের কাঠুয়াতে এক ৮ বছরের বালিকাকে গণধর্ষণের ঘটনায় প্রবল প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। সেই প্রতিবাদ গর্জে উঠেছিল বলিউড। সরব হয়েছিলেন স্বরা ভাস্কর, করিনা কাপুর, সোনম কাপুররা। আর সেই ধর্ষণের প্রতিবাদ করার জন্য এবার সোনম-করিনাদের ছবি বয়কটের ডাক উঠেছে।

কাঠুয়া ধর্ষণের প্রতিবাদ করায় করিনা-সোনম-স্বরাদের সঙ্গে ঘটে চলেছে এই কাণ্ড

[আরও পড়ুন:মহিলাদের রূপ নিয়ে মন্তব্য ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব][আরও পড়ুন:মহিলাদের রূপ নিয়ে মন্তব্য ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব]

কয়েকদিন আগেই সোনম-করিনা-স্বরা ভাস্কর অভিনীত ছবি 'বীরে দি ওয়েডিং' -এর ট্রেলার লঞ্চ হয়েছে। যে ট্রেলার বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। নারীকেন্দ্রিক এই ছবিতে বিয়ে নিয়ে মহিলাদের নানান ভাবনা এবং পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এবার এই ছবিটি বয়কটের ডাক দিতে শুরু করেছেন বেশ কয়েকজন। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও উঠে এসেছে। হ্যাশট্যাগ দিয়ে ' বয়কট বীরে দি ওয়েডিং'লিখে সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট উঠে আসছে। যাঁরা বয়কটের দাবি তুলেছেন তাঁর বলছেন, করিনা-সোনমরা একটিবিশএষ ধর্মের মেয়ের ধর্ষণ হওয়াতে কেন সরব হয়েছিলেন, কেন দেশের বাকি ধর্ষণগুলির জন্য প্রতিবাদে সরব হননি আগে ?

উল্লেখ্য, এর আগে করিনা কাপুর ও সোনম কাপুরা কাঠুয়া গণধর্ষণের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদের ভাষা প্ল্যাকার্ডে লিখেও সরব হন সোনমরা। সেই সময়ও আলাদা করে করিনাকে নিয়ে ট্রোল হয়। এবার নতুন করে ছবি বয়কটের ডাক দিয়ে ট্রোলের শিকার হয়েছেন অনেকেই। পাশাপাশি সোনম, করিনাদের, ছবি বয়কট করার এই ঘৃণ্য উদ্যোগেরও সমালোচনা করা হয়েছে।

English summary
Call to boycott Veere Di Wedding because of its actresses' stand on Kathua rape is ridiculous.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X