For Quick Alerts
For Daily Alerts
কলকাতার এই পুজো মণ্ডপে এবছর থাকবে প্রসেনজিতের ফাইবার স্ট্যাচু! আপ্লুত 'বার্থডে বয়'
সোমবার ৩০ সেপ্টেম্বর ৫৭-এ পা দিলেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিত চট্টোপাধ্যায়| এদিন পাড়ার ছেলের জন্মদিনে বালীগঞ্জ ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎবের তরফে আয়োজন করা হয়েছিল বুম্বাদার বার্থ ডে সেলিব্রেশনের|

যেখানে উন্মোচন করা হল প্রসেনজিতের ফাইবারের স্ট্যাচু| ৩রা অক্টোবর, মহাপঞ্চমীর দিন থেকে পুজোমন্ডপে রাখা থাকবে এই স্ট্যাচু। মিলবে সেলফি তোলার সুযোগ| র এদিন তারকার ৫৭ তম জন্মদিনে ধুমধাম করে পালিত হল বাংলার মেগাস্টারের জন্মদিন।
প্রসঙ্গত, টলিউডে একটা প্রজন্মের কাছে তিনি বাংলার মেগস্টার হিসাবেই পরিচিত। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে সমান্তরাল ছবি, সবেতেই বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অগাধ দাপট।