
প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নতুন ট্রেলার, শুরু হল অগ্রিম বুকিং
করণ জোহর তাঁর আসন্ন প্রযোজনা 'ব্রহ্মাস্ত্র’-এর একটি নতুন ট্রেলার শেয়ার করেছেন। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'ব্রহ্মাস্ত্র’-এর নতুন ট্রেলার শেয়ার করে টিকিট বুকিং এর অপশন খুলে গিয়েছে বলেও জানিয়ে দিলেন প্রযোজক করণ জোহর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপুর, আলিয়া ভাট সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় 'ব্রহ্মাস্ত্র’-এর নতুন ট্রেলার পোস্ট করে জানালেন আগামী ৯ সেপ্টেম্বরই সিনেমা হলে আসছে এই সিনেমা। আর প্রথমদিনই এই সিনেমা দেখতে হলে করতে হবে অগ্রিম বুকিং। শনিবার থেকে শুরু হয়ে গেল অগ্রিম বুকিং। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়। নতুন ট্রেলারে, নতুন ভিডিওয় আরও অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে।

নতুন ট্রেলারে মৌনি রায়কে ব্রহ্মাস্ত্র খুঁজতে দেখা গিয়েছে। আর রণবীর তৃতীয় ব্রহ্মাস্ত্র রক্ষা করবেন বলে জানাচ্ছেন অমিতাভ বচ্চনকে। ছবিতে নাগার্জুন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাঁকেও নতুন ট্রেলারে দেখা যাচ্ছে। ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন। তবে, নতুন ট্রেলারে 'বনরাস্ত্র’এর দৃশ্য থাকলেও শাহরুখ খানের মুখ এখনও দেখা যায়নি।
তিনটি পার্টে তৈরি হবে 'ব্রহ্মাস্ত্র’, গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবির নতুন ট্রেলারে উঠে এসেছে 'বনরাস্ত্র’ শাহরুখ-সহ নন্দিয়াস্ত্র, প্রভাস্ত্র, জলস্ত্র, পবনস্ত্র-এর ঝলক। সূত্রের খবর, ৩০০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি। আগামী ৯ সেপ্টেম্বর দক্ষিণ ভারতীয় ভাষা তেলেগু, তামিল, মালয়লাম এবং কন্নড় ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র’।
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির জেরার মুখে নোরা ফতেহি