বর্ডার থেকে শেরশাহ,সেনা দিবসে দেখে নিন আসল হিরোদের নিয়ে তৈরি বলিউড ছবি
বলিউডে ভারতীয় সেনাদের নিয়ে অগণিত সিনেমা হয়েছে। সেনাদের সাহসিকতা থেকে তাঁদের আত্মত্যাগ, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সেনাদের বীরত্ব ও সংঘর্ষকে ৭০ এমএম পর্দায় যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছে। শুক্রবার এ বছরের সেনা দিবস উপলক্ষ্যে বলিউডের সেরকমই কিছু ছবি দেখে নেওয়া যাক।

বর্ডার
জেপি দত্তা পরিচালিত বহু অভিনেতা-অভিনেত্রী অভিনীত সেনাদের জীবনী নিয়ে তৈরি ছবি ‘বর্ডার'। সিনেমার বহু দৃশ্য অনুপ্রাণিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে, যা ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় লঙ্গেওয়ালাতে সংঘর্ষ হয়েছিল সেখান থেকে। ১৯৯৭ সালে এই ছবিটি মুক্তি পায়। তিনটে জাতীয় পুরস্কার সহ বেশ কিছু ফিল্মফেয়ার জিতেছিল এই সিনেমাটি।

এলওসি: কারগিল
২০০৩ সালের ছবি, যা ১৯৯৯ সালে হওয়া অপারেশন বিজয় এবং টলোলিং যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এই ছবির পরিচালকও জেপি দত্তা, এখানেও বর্ডারের মতোই বহু তারকারা রয়েছেন। যদিও বক্স অফিসে সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিযেছিল।

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক
ভিকি কৌশল অভিনীত ২০১৯ সালের ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই এই ছবির গল্প। বক্স অফিসে এই ছবিটি ৩৪২ কোটি আয় করে।

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ
মেঘনা গুলজার পরিচালিত আসন্ন এই ছবিটিতে অভিনয় করছেন ভিকি কৌশল। তিনি ছবির নামভূমিকায় থাকছেন। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাদের প্রধান ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। এই ছবি তাঁরই জীবন অবলম্বনে।

শেরশাহ
আর্মি ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনী নিয়ে এই ছবি। প্রধান ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। ক্যাপ্টেন বিক্রম ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে একজন সৈনিককে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জীবন উৎসর্গ করেন, পরে তাঁর মৃত্যুর পর তাঁকে মরণোত্তর পরম বীরচক্রে ভূষিত করা হয়। এই ছবির প্রযোজক করণ জোহর, ছবির শুটিং চলছে।

শোনা যাচ্ছে না মিউজিক, তাও ক্যাটরিনার শরীরী বিটেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়