শ্রীদেবীর মৃত্যুর পর 'দাদা' অর্জুনের বাড়িতে পৌঁছলেন জাহ্নবী-খুশি! আর কে ছিলেন সঙ্গে দেখুন ভিডিও
শ্রীদেবীর মৃত্যু ও তার পরবর্তী সময়ে বনি কাপুর ও তাঁর কন্যা জাহ্নবী-খুশির ওপর থেকে ক্যামেরা-ফ্ল্যাশবাল্বের ঝলকানি থামছে না। অন্যদিকে, বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলা কাপুরের অবস্থাও একই রকম। এরই মধ্যে কাপুর পরিবার শ্রীদেবীর মৃত্যু শোক একটু একটু করে কাটিয়ে ওঠবার চেষ্টা করছে। আর এরকম এক পরিস্থিতিতে বাবা ও সৎ বোনদের নিজের মত করে সামলাচ্ছেন অর্জুন ও অনশুলা কাপুর।
|
আমন্ত্রিত বনি ও পরিবার
শুক্রবার রাতে মুম্বইতে অর্জুনের বাড়িতে আমন্ত্রিত ছিলেন বনি কাপুর ও তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান জাহ্নবী ও খুশি কাপুর। আর বনি ও তাঁর দুই কন্যা গাড়ি থেকে নামতেই নিজে এসে 'রিসিভ' করে নিয়ে যান অর্জুন।
|
পিতা পুত্রের সক্ষাৎ-এর ভিডিও
এক ভিডিও তে ধরা পড়েছে বনি কাপুর ও তাঁর পরিবার যখন অর্জুনের ববাড়ি ছেড়ে বেরোচ্ছিলেন তখন অর্জুনকে জড়িয়ে ধরেন বাবা বনি। সেই চবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।
|
আমন্ত্রিত মোহাত মারওয়া ও অন্তরা
যাঁর বিয়েতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী, সেই মোহিত মারওয়া ও তাঁর স্ত্রীও এদিন আমন্ত্রিত ছিলেন অর্জুনের বাড়িতে। উল্লেখ্য, মোহিত, বনি কাপুরের ভাগ্নে তথা অর্জুন-জাহ্নবীদের পিসতুতো দাদা হন সম্পর্কে। আর এই মোহিতের বিয়ে উপলক্ষ্য়েই দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। যেখানে বিয়ের আসরের কয়েকদিন বাদেই জীবনাবসান হয় এই সুপারস্টার অভিনেত্রীর।

শ্যুটিং থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন অর্জুন !
শোনা যাচ্ছে, 'নমস্তে ইংল্যান্ড' ছবির জন্য পাঞ্জাবে শ্যুটিং করছিলেন অর্জুন। কিন্তু বিশেষ কিছু কাজের জন্য শ্রীদেবীর মৃত্যু পরবর্তী সময়ে ছুটি নিয়ে মুম্বইতে রয়েছেন অর্জুন কাপুর। তাঁর ছুটি নেওয়ার জন্য যে সময়টা ক্ষতি হয়েছে , তার পরে মেক আপ দেওয়ার কথাও প্রযোজকদের জানিয়েছেন অর্জুন। এজন্য তিনি ১৮ ঘণ্টা কাজ করতে রাজি বলেও জানিয়েছেন।