For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দর্শকদের প্রধান আকর্ষণ পূজা ভাট ও তাঁর অভিনয়, বাকি ‘‌বম্বে বেগম’‌ পাতে দেওয়ার মতো নয়

Google Oneindia Bengali News

বম্বে বেগম

অভিনয়:‌ পূজা ভাট, সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর, আধ্যা আনন্দ

পরিচালক:‌ অলংকৃতা শ্রীবাস্তব

‘‌বম্বে বেগম’‌ রিভিউ

সিনেমার যে থিম তা আঁকড়ে ধরার নাম করে ভালো সুযোগগুলিকে হারিয়ে দেওয়ার শ্রেষ্ঠ উদাহরণ পরিচালক অলংকৃতা শ্রীবাস্তবের '‌বম্বে বেগম’‌। যখন দর্শক এই শোয়ের সঙ্গে নিজেদের অনুভূতিগুলিকে এক করার চেষ্টা করবেন তখনই সিনেমাটি তার ট্র‌্যাক বদল করে নেবে। ছ’‌টি পর্বের এই শো শুরু হওয়ার দু’‌টি পর্বেই নিজেদের ব্যর্থতা প্রকাশ করে দেয় এবং বাকি পর্বগুলি শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলেই দেখতে হবে।

ছবির গল্প

রাণি (‌পূজা ভাট)‌ একজন ছোট শহরের মেয়ে, যে নিজেকে মুম্বইয়ের কর্পোরেট জগতে একজন জঘন্য মহিলা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তবে তিনি ইদানিং নিজের নৈতিক অবস্থানের পরিবর্তন বুঝতে শুরু করেছেন। অন্যদিকে, রাণির অধীনে একই সংস্থায় কাজ করেন ফতিমা (‌সাহানা গোস্বামী)‌ ও আয়েশা (‌প্লবিতা বোরঠাকুর)‌। রাণির সৎ মেয়ে সাই (‌আধ্যা আনন্দ)‌। এই রাজত্বে পঞ্চম বেগম হলেন লিলি (‌অম্রুতা সুভাষ)‌, যিনি একজন যৌনকর্মী। এঁরা একসঙ্গে মিসলে তাঁদের নিজেদের প্রতিদিনকার জীবনে যে সংঘর্ষের মুখোমুখি হতে হয়, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং কীভাবে তাঁরা সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করেন তাই তুলে ধরেছেন।

অভিনয়

অভিনয় জগতে ফিরে আসার জন্য পূজা ভাটের কাছে এটি একটি ভালো চরিত্র অবশ্যই ছিল। তবে তার চরিত্রটি শোয়ে তাঁর অস্তিত্বকে ঘিরে একঘেঁয়েমির বিরুদ্ধে লড়াই করতে পারেনি এবং কোনও দিক ছাড়াই এটি একমুখী ভূমিকা ছিল। লিপস্টিক আন্ডার মাই বুরখা, ডলি কিট্টি অউর চমকতে সিতারের পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব চেষ্টা করেছিলেন সাহানা গোস্বামীকে পূজা ভাটের দৃঢ় বন্ধু করতে, কিন্তু আবেগ ও সংলাপের পুনরাবৃত্তি আসল পাঞ্চলাইনকে খেয়ে নিয়েছে। শুধু তাই নয়, অভিনেতাদের সুযোগকেও নষ্ট করেছে।

পরিচালকের ব্যর্থতা

বম্বে বেগম কখনই উত্তেজনার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারেনি। মহিলা চরিত্রগুলির প্রতি বিচার–বিবেচনাহীন কয়েকটি দৃশ্য বেশ বিরক্তিকর। সবসময় নেতৃত্বে থাকা মহিলা চরিত্রের পক্ষে সব নারী চরিত্রগুলি কাজ করতে সফল হয় না। পরিচালক কিছু অপ্রয়োজনীয় দৃশ্য দেখিয়েছেন, যেগুলি না থাকলেও খুব একটা সমস্যা হত না। তবে আন্তর্জাতিক মহিলা দিবসের দিন আর কোনও বিশেষ অনুষ্ঠান না থাকলে এই ওয়েব শোটি দেখতেই পারেন।

মূল আকর্ষণ পূজা ভাট

নারী দিবসের আগে অর্থাৎ ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বম্বে বেগম। ছবির মূল আকর্ষণ অবশ্যই পূজা ভাট। কারণ সড়ক ২–এ পূজা ভাটের উপস্থিতি ছিল নামমাত্র, তাই এই সিরিজের সঙ্গেই বহু বছর পর ফের অভিনয় জগতে ফিরছেন পূজা ভাট। পরিচালক সবসময়ই নারীকেন্দ্রীক ছবি তৈরি করে এসেছেন। তবে যতটা প্রতাশ্যা করেছিলেন এই ছবি ততটা ফেরত দিতে পারেননি।

English summary
Only Pooja Bhat acting is hit, otherwide Netflix web series 'Bombay Begums' totally flop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X