For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌২ ঘণ্টার মধ্যে সলমন খানের বাড়িতে বিস্ফোরণ হবে, পুলিশকে ভুয়ো ই–মেল কিশোরের

Google Oneindia Bengali News

সলমন খানের বাড়িতে বিস্ফোরক রয়েছে। এরকমই মেসেজ মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে মেইল করে পাঠানোর জন্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক কিশোরকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ।

সলমনের বাড়িতে বিস্ফোরক


১৬ বছরের কিশোর মুম্বই পুলিশকে মেইল করে জানায় যে ২ ঘণ্টার মধ্যে সলমনের বান্দ্রার গ্যালাক্সি বহুতলে বিস্ফোরণ হবে। ইমেলে বলা হয়, '‌বান্দ্রার গ্যালাক্সিতে, সলমন খানের বাড়িতে ২ ঘণ্টার মধ্যে বিস্ফোরণ হবে, আটকাতে পারলে আটকে নাও।’‌ ৪ ডিসেম্বর এই মেইল করা হয়।

এই মেল পাওয়ার পরই অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ মনোশ শর্মা, বোম্ব স্কোয়াড ও প্রচুর পুলিশ তৎক্ষণাৎ সলমনের বাড়িতে পৌঁছে যায়। সেই সময় সলমন বাড়িতে ছিলেন না। অন্য সদস্যদের মধ্যে সলিম এবং সলমা খান এবং সলমনের বোন অর্পিতা বাড়িতে ছিলেন। তাঁদের বাড়ি থেকে বের করে পুলিশ ও বোম্ব স্কোয়াড চার ঘণ্টা ধরে তল্লাশি চালায়। বান্দ্রা পুলিশের এক আধিকারিক বলেন, '‌আমরা বাড়ির প্রত্যেকটা কোণ ও জায়গা খুঁজে দেখেছি এবং গোটা বহুতলে চারঘণ্টা ধরে তল্লাশি চালাই। কিছু খুঁজে না পেয়ে আমরা আবার বাড়ির সদস্যদের বাড়িতে ফিরিয়ে দিই।’‌

মুম্বই পুলিশ এবার বুঝতে পারে যে এটি একটি ভুয়ো ই–মেল। এরপরই প্রেরকের খোঁজ শুরু করে পুলিশ। দেখা যায়, ওই ই–মেলটি উত্তরপ্রদেশ থেকে পাঠানো হয়েছে। এরপর পুলিশ গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও তার আগেই ওই কিশোর তিজ হাজারি আদালতে আত্মসমর্পণ করে।

English summary
A teenager from Ghaziabad sent a hoax mail about bomb at Salman Khan's Mumbai home. He has been booked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X