দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট
দিওয়ালিতে একতা কাপুরের বাড়িতে ঝলমলে উপস্থিতি ছিল এক ঝাঁক বলিউড তারকার। পার্টিতে হাজির হয়ে যেমন ফ্যাশনে চমক লাগান শ্রদ্ধা কাপুর থেকে কিয়ারা আদবানি, তেমনই শাবানা, করণ, আরবাজদের উপস্থিতিও শুষে নেয় লাইমলাইট।
শ্রদ্ধা-করণ এক ফ্রেমে
শ্রদ্ধা কাপুর ও করণ জোহরকে এক সঙ্গে দেখা গেল এই পার্টিতে। সঙ্গে ছিলেন একতাও। পার্টির হোস্ট হিসাবে যোগ্য দায়িত্ব পালন করেন তিনি।
|
আরবাজ খান
পার্টিতে গার্লফ্রেন্ড জর্জিয়াকে নিয়ে উপস্থিত হন আরবাজ খান। উল্লেখ্য, মালাইকার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের পর , জর্জিয়ার সঙ্গে সম্পর্কের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আরবাজ।
পার্টির মেজাজে কিয়ারা!
কিয়ারা আদবানি এদিন লাল পোশাকে অসামান্য সুন্দরী হয়ে উঠেছিলেন। আর পার্টির মেজাজে তিনি বহু ছবিতে বন্দি হয়েছেন এদিন।
শাবানা-একতা
এদিনের পার্টিতে নজর কেড়েছেন অভিনত্রী শাবানা আজমিও। মহিলামহলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং -এ রয়েছে।
|
নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি
নেহা ধুপিয়া ও ও তাঁর স্বামী অঙ্গ বেদীকেও এদিন দেখা যায় পার্টিতে। সাদা পোশাকে নেহা ও কালো শেরওয়ানিতে অঙ্গদ এদিন ছিলেন অসামান্য।
|
লালা পোশাকে কৃতি
এদিন লাল পোশাকে কৃতির সাজ অনেকেরই নডর কেড়েছে। একতার বাড়ির দিওয়ালি পার্টিতে িনিও বেশ লাইমলাইট কেড়ে নেন।