For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের পর এক নক্ষত্রপতনে আহত হলি-বলি-টলি! ফিরে দেখা '১৮ -এর শোকের সালতামামি

২০১৮ এর সূর্যাস্ত এক ধাক্কায় বাংলা থেকে কেড়ে নিয়েছে একাধিক নক্ষত্রকে। মৃণাল সেন , দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যু ছাড়াও গোটা বছরে একাধিক নামী ব্যক্তিত্বের মৃত্যু ঘিরে শোকহত ছিল বাঙালিও।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ এর সূর্যাস্ত এক ধাক্কায় বাংলা থেকে কেড়ে নিয়েছে একাধিক নক্ষত্রকে। মৃণাল সেন , দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যু ছাড়াও গোটা বছরে একাধিক নামী ব্যক্তিত্বের মৃত্যু ঘিরে শোকহত ছিল বাঙালিও। শুধু এই বাংলা নয়, বলিউড থেকে টলিউডের একাধিক ব্যক্তিত্বের প্রয়াণে ২০১৮ অবাক করেছে!

শ্রীদেবী

শ্রীদেবী

বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন বিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে কিছুটা রহস্য কিছুটা ধোঁয়াশা ছিলই। শ্রীদেবীর প্রয়াণে গোটা কাপুর পরিবার সহ বলিউড শোকস্তব্ধ হয়ে যায়।

সুজাতা কুমার

সুজাতা কুমার

'ইংলিশ ভিংলিশ' ফিল্মে শ্রীদেবীর সহ অভিনেত্রী সুজাতা কুমারের জীবনাবসান হয় ২০১৮ সালে। ক্যানসারে আক্রান্ত হয়ে এই অভিনেত্রী প্রয়াত হন।

মৃণাল সেন

মৃণাল সেন

কংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের প্রয়াণ বছর শেষে বাঙালিকে শোকাহত করেছে। ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় এমন এক নক্ষত্রের প্রয়াণে শোকাহত তারাকারা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

সুপ্রিয়া দেবী

সুপ্রিয়া দেবী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বন বাংলা স্বর্ণযুগের ।প্রোথিতযশা অভিনেত্রী সুপ্রিয়া দেবী।তাঁর প্রয়াণেও শোকস্তবব্ধ হয় গোটা বাংলা।

স্ট্যান লি

স্ট্যান লি

কয়েক প্রজন্মের কৈশোর, শৈশবে আগলে রাখা মার্ভেল কমিকসের অন্যতম স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসানে শোকাহত গোটা দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় স্ট্যান লি-র গুণমুদ্ধরা নিজের মতো করে শেষ শ্রদ্ধার্ঘ জানিয়েছেন এই কিংবদন্তীকে।

ঋতা ভাদুরী

ঋতা ভাদুরী

৬২ বছর বয়সে প্রয়াত হন ঋতা ভাদুরী। কিডনির সমস্যাজনিত রোগে ভুগে প্রয়াত হন তিনি।

শাম্মি

শাম্মি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শম্মির প্রয়াণও রীতিমত শোকাহত করেছে সকলকে। ৮৮ বছর বয়সে তিনি প্রয়াত হন।

ললিতা চট্টোপাধ্যায়

ললিতা চট্টোপাধ্যায়

'মেমসাহেব', থেকে 'জয়জয়ন্তী' একাধিক নামী ছবিতে অভিনয় করেছেন ললিতা চট্টোপাধ্যায়। ৮১ বছর বয়সে তিনি অসুস্থতার জন্য প্রয়াত হন।

বিপ্লবকেতন চক্রবর্তী

বিপ্লবকেতন চক্রবর্তী

২০১৮ সাল কেড়ে নিয়েছে বাংলার আরও এক গর্বের সন্তানকে। নাট্য ব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তী প্রয়াত হন এই বছর।

দ্বিজেন মুখোপাধ্যায়

দ্বিজেন মুখোপাধ্যায়

দীর্ঘদিন গুরুতর অসুস্থতার পর প্রয়াত হন দ্বিজেন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর প্রয়াণে অবসান হয় একটি যুগের।

গৌতম দে

গৌতম দে

বাংলা ছবি তথা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা গৌতম দে-র প্রয়াণও শোকাহত করেছে টলিউডকে।শুধু বাংলা ছবি বা সিরিয়াল নয়, বাংলা থিয়েটারের অন্যতম নামী অভিনেতা ছিলেন গৌতম দে।

আয়ুব বাচ্চু

আয়ুব বাচ্চু

পুজোর মধ্যেই এসেছিল দুঃসংবাদ। বাংলাদেশের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চুর প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ হয়ে পড়ে দুই বাংলা।

[আরও পড়ুন: বাবা অনিল কাপুরকে নিয়ে মন্তব্যে চমকে দিলেন রিহা! পাশে বসে সোনমের প্রতিক্রিয়া কী ছিল ][আরও পড়ুন: বাবা অনিল কাপুরকে নিয়ে মন্তব্যে চমকে দিলেন রিহা! পাশে বসে সোনমের প্রতিক্রিয়া কী ছিল ]

English summary
Bollywood, tollywood,hollywood, celebrities who passedaway in 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X