For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সঙ্গে বলিউড তারকাদের বিশেষ বৈঠকে ব্রাত্য 'খান'-রা! কী নিয়ে চলল আলোচনা

মুম্বই থেকে সোজা উড়ে গিয়েছেন তাঁরা রাজধানী দিল্লিতে। বলিউডের একঝাঁক তারকা বৃহস্পতিবার উড়ে গিয়েছিলেন দিল্লিতে। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ তথা বৈঠক।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে সোজা উড়ে গিয়েছেন তাঁরা রাজধানী দিল্লিতে। বলিউডের একঝাঁক তারকা বৃহস্পতিবার উড়ে গিয়েছিলেন দিল্লিতে। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ তথা বৈঠক। বরুণ ধওয়ান, ভিকি কৌশল, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং সহ একাধিক ব্যক্তিত্ব এই বৈঠকে সামিল ছিলেন। কিন্তু ছিলেন না বলিউডের কিং খান, ভাইজান কিম্বা মিস্টার পারফেকশনিস্টরা! খান-দের ব্রাত্য রেখেই চলে এই বিশেষ বৈঠক। ছিলেন না অমিতাভ বচ্চনের মতো তারকাও।

কারা ছিলেন বৈঠকে?

কারা ছিলেন বৈঠকে?

এদিন রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য পৌঁছে যান, পরিচালক করণ জোহর, রোহিত শেট্টি, একতা কাপুররা। ছিলেন বলিউড স্টার রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, রাজকুমার রাও, ভূমি পেনধরকর, রণবীর সিং, বরুণ ধওয়ান, আয়ুষ্মান খুরানারা।

কী নিয়ে চলে আলোচনা?

কী নিয়ে চলে আলোচনা?

জানা গিয়েছে, দেশের উন্নয়নে কীভাবে বলিউড সাহায্য করতে পারে, তা নিয়ে বলিউডের এই 'স্কোয়াড'-এর সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন কোন দিক দিয়ে বলিউড দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে, সেই বিষয়েই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয় বলিউডের এই তারকায় ঠাসা স্কোয়াডের।

বৈঠক শেষে কী জানানো হয়?

বৈঠক শেষে পরিচালক করণ জোহর একটি টুইট করেন। যে টুইট বার্তায় তারকাদের সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি তোলা হয়। সেখানে লেখা থাকে , 'অসামান্য সুযোগ'।তিনি স্পষ্ট করে দেন, যে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় বলিউডও। আর দেশে যেকোনও প্রকারে ইতিবাচক পরিবার্তন আনতে বদ্ধপরিকর বলিউড।

ব্রাত্য খান-রা!

ব্রাত্য খান-রা!

তবে এদিনের বৈঠকে শাহরুখ , সলমন বা আমির খানদের মধ্যে কাউকেই দেখা যায়নি। বলিউডের সুপারস্টার ছাড়াই এই বিশেষ বৈঠক অনেককেই অবাক করেছে। বলিউডের প্রথম সারির এই তিন তারকার একের পর এক ছবি ২০১৮ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর , প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকে খানদের দেখতে না পাওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই বৈঠকে বলিউড 'শাহেনশা' অমিতাভ বচ্চনের না থাকা ঘিরেও আলোচনা কম হচ্ছে না!

English summary
Bollywood 'Squad' Meets Modi to Discuss 'Nation Building'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X