For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রকোপে বলিউডের কোন কোন সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, হতাশ ভক্তরা

করোনার কারণে পিছিয়ে গেল বলিউডের অনেক সিনেমা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে বাড়ছে করোনা ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যার জেরে বেশ কয়েকটি রাজ্যে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যার জেরে বলিউডের অনেক ছবিরই রিলিজ তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে শহিদ কাপুরের 'জার্সি' দিয়ে। মুক্তি পাওয়ার শেষ মুহুর্তে বন্ধ করা হয়েছিল। তারপর 'আরআরআর, রিলিজ ডেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। যার জেরে হতাশ হয়েছেন ভক্তরা।

‘রাধে শ্যাম’ একটি প্রেমের গল্প

ভক্তরা প্রভাস ও পূজা হেগড়ের প্রেমের গল্পের জন্য অপেক্ষা করছেন। কিন্তু 'রাধে শ্যাম' ১৪ জানুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু তার ডেটও পিছিয়ে গেছে। একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "আমরা গত কয়েকদিন ধরে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান কেস বিবেচনা করে দেখে মনে হচ্ছে বড় পর্দায় আসার জন্য আমাদের ভালবাসার শ্রমের জন্য অপেক্ষা করতে হবে। রাধে শ্যাম একটি প্রেমের গল্প।

‘আরআরআর’ স্থগিত

জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট ও অজয় দেবগন অভিনীত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির 'আরআরআর' ৭ জানুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি রাজ্যে করোনার কারণে থিয়েটার বন্ধ হয়ে গেছে। একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও, কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেহেতু অনেক ভারতীয় রাজ্য থিয়েটার বন্ধ করে দিচ্ছে, আমাদের কাছে আপনার উত্তেজনা ধরে রাখতে বলা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা ভারতীয় সিনেমার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং সঠিক সময়ে, আমরা করব।

'জার্সি' ৩১ ডিসেম্বর মুক্তির পাওয়ার কথা ছিল

শহীদ কাপুর-মৃণাল ঠাকুরের 'জার্সি' ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, ছবিটি মুক্তির মাত্র কয়েক দিন আগে, নির্মাতারা ক্রীড়া নাটকটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। "বর্তমান পরিস্থিতি এবং নতুন কোভিড নির্দেশিকাগুলির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চলচ্চিত্র জার্সির প্রেক্ষাগৃহে মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন পর্যন্ত আপনাদের সকলের কাছ থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছি এবং সবকিছুর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন, এবং আগামী নতুন বছরের জন্য আপনআদেরকে শুভেচ্ছা জানাই!! টিম জার্সি!!" গৌথাম তিন্নানুরি পরিচালিত, এটি একই নামের একটি তেলেগু নাটকের রিমেক।

'পৃথ্বীরাজ' রিলিজ ডেট পিছিয়ে গেল

অক্ষয় কুমার এবং মানুষী চিল্লার অভিনীত 'পৃথ্বীরাজ' সিনেমা। করোনার কারণে পৃথ্বীরাজ লোকেদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে ব্যাপকভাবে সহায়তা করবে। YRF ভারত ও বিদেশে করোনা পরিস্থিতির উন্নতি হয় কিনা তা দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল, কিন্তু যে গতিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের হাতকে সবচেয়ে বড় শিরোনাম ধরে রাখতে বাধ্য করেছে বলে জানা গিয়েছে।

English summary
'Prithviraj' movie starring Akshay Kumar and Manushi Chilla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X