স্বপ্নপূরণ হচ্ছে সৃজিতের, হিন্দি 'জাতিস্মর'-এ সুর দিচ্ছেন রহমান, সুরের সম্রাটের জন্মদিনে বড় ঘোষণা
আজ অস্কার জয়ী সুরের সম্রাট এ আর রহমানের জন্মদিন। জন্মদিনে রহমানকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক তাঁর ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সৃজিতের সিনেমার হিন্দি অ্যাডাপশনে এবার রহমান যোগের বড় সুখবরও শোনালেন পরিচালক। হ্যাঁ, ঠিকই পড়েছেন।

এবার হিন্দিতে তৈরি হবে জাতিস্মর। সৃজিতের তৈরি সেরা সিনেমারগুলির মধ্য়ে অন্যতম জাতিস্মর। দীর্ঘ দিন ধরে হিন্দিতে ছবির করার কথা ভাবছিলেন সৃজিত মুখোপাধ্যায়। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি ও জাতিস্মরের গল্প নিয়ে তৈরি সিনেমা এবার হিন্দিতে হতে চলেছে। আগে রাজকাহিনি থেকে হিন্দিতে বেগমজান হয়েছিল। এবার অ্যান্টনি ফিরিঙ্গির বদলে হিন্দিতে গল্পটি মির্জা গালিবের উপর তৈরি করা হবে।
পরিচালক সৃজিত তাঁর তৈরি হিন্দি অ্যাডাপশনের নাম দিয়েছেন 'হ্যায় ইয়ে উয়ো আতিশ গালিব'। হিন্দি সিনেমায় এই কাজটির জন্যেই গায়ক সুরকার এ আর রহমানের সঙ্গে সৃজিত যোগাযোগ করেছিলেন।
এদিন রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। আর সেই শুভেচ্ছা বার্তাতেই রহমান তাঁর ছবির হিন্দি অ্যাডাপশনের জন্য অ্যালবামের ৯টি গানই কম্পোজ করতে রাজি হয়েছেন বলে পরিচালক জানান। এখানেই শেষ নয়, সৃজিত তাঁর স্বপ্নপূরণের কথা জানালেন।
বঙ্গ পরিচালকর বলেন, 'সুরকার রহমানকে ফোন করেছিলাম, রহমান মাটির মানুষ। জুম কলে গুলজার সাহাবকেও ডেকে নিয়ে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গোটা ব্যাপারটায় আমি দারুণ মুগ্ধ। কয়েক মাস আগে এভাবে জুম কলে আমার স্বপ্ন সত্যি হবে ভাবতেও পারিনি।' ফলে
অভিনবের আচরণে কেঁদে ফেলেন রুবিনা, বিগ বসের বাড়ির চেয়ার ভাঙলেন আরশি