For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড, গিনেস বুকে নাম লিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি

৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড, গিনেস বুকে নাম লিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি

Google Oneindia Bengali News

ফের ইন্দ্রপতন বলিউডে। মাত্র ৬৯ বছর বয়সে চলে গেলেন সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি। বলিউডে নিজের কেরিয়ার তৈরি করলেই তাঁর গানের জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল বিেদশেও। তিনিই প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যাঁর নাম রয়েছে গিনেস বুেক। মাত্র ১১ বছর বয়সে গানে সুর দিয়েছিেলন তিনি।

থামলেন ডিস্কো কিং

থামলেন ডিস্কো কিং

হঠাৎ ছন্দোপতন বলিউডে। লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই আরেক নক্ষত্র পতন। বুধবার ভোরেই ছড়িয়ে পড়ে মারা গিয়েছেন বাপ্পি লাহিড়ি। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবারই ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু মঙ্গলবার রাতে ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। বিরল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার ঘুমের মধ্যেই মারা যান প্রবাদ প্রতিম সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি।

গিনেস বুকে নাম

গিনেস বুকে নাম

বলিউডের এই সঙ্গীত পরিচালকের নাম ছিল গিনেস বুকেও। বলিউডের অন্য ধারার গানের সূচনা করেছিলেন তিনি। হিন্দি এবং বাংলা উভয় গানেই ডিস্কো, পপ মিউজিককে তুলে এনেছিলেন বাপ্পি লাহিড়ি। একটা সময়ে বাপ্পি লাহিড়ির সুর করা গান ছাড়া চলত না ছবি। ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করেিছলেন তিনি। তার জন্য ১৯৮৬ সালে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছিল তাঁর গান। তিনিই একমাত্র মিউজিক ডিরেক্টর যঁাকে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রণ জানানো হয়েছিল। সময়টা ছিল ১৯৮৯ সালে।

মনে প্রাণে বাঙালি বাপ্পি লাহিড়ির

মনে প্রাণে বাঙালি বাপ্পি লাহিড়ির

গতকালই মারা গিয়েছেন বাংলার আইকনিক সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার পরের দিনই বাপ্পি লাহিড়ির প্রয়াণ। পর পর ২ দিন দুই কিংবদন্তী বাঙালি শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। সকালেই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিল্পী মহলও শোকস্তদ্ধ। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ঊষা উত্থুপ, আরতি মুখোপাধ্যায়রা। ঊষা উত্থপ বলেছেন ভাবতেই পারছি না বাপ্পিদা নেই। বাপ্পি লাহিড়িই ঊষা উত্থুপকে গানের জগতে প্রতিষ্ঠীত হতে সাহায্য করেছিলেন। তাঁর সুর করা একাধিক গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন ঊষা উত্থুপ। শোক প্রকাশ করেছে কুমার শানু, জিৎ গঙ্গোপাধ্যায়ও। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গ বিভূষণ সম্মানও দেওয়া হয়েছিল বাপ্পি লািহড়িকে।

বলিউডে নিজের ঘরানা তৈরি করেছিলেন বাপ্পি লাহিড়ি

বলিউডে নিজের ঘরানা তৈরি করেছিলেন বাপ্পি লাহিড়ি

বাপ্পি লাহিড়ি বলিউডে নিজের ঘরানা তৈরি করেছিলেন। তিনিই প্রথম হিন্দি এবং বাংলা গানের সঙ্গে ডিস্কো, পপ সঙ্গীত মিলিয়ে দিয়েছিলেন। আশির দশক দাপিয়ে বেরিয়েছে বাপ্পি লাহিড়ির গান। শরাবি থেকে শুরু করে নমক হালাল, ডিস্কো ডান্সার এমনকী হালফিলেন বাগি-৩। সব ছবিতেই সুপার হিট গান দিয়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি। স্বপ্ন ছিল সফল সুরকার হওয়া। অল্পদিনের মধ্যেই সেটা করে ফেলেছিলেন তিনি। বাংলাতেও একাধিক সুপারহিট গানে সুর গিয়েছিলেন বাপ্পি লাহিড়ি।

সব চকচকে বস্তু সোনা না হলেও সত্যি চমকানো সোনা বাপ্পি দা : মীরসব চকচকে বস্তু সোনা না হলেও সত্যি চমকানো সোনা বাপ্পি দা : মীর

English summary
Bappi Lahiri died in the age of 69
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X