For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু লাল সিং চাড্ডা নয়, বয়কট ক্যাম্পেনের শিকার হয়েছে বলিউডের তাবড় ছবিগুলিও

শুধু লাল সিং চাড্ডা নয়, বয়কট ক্যাম্পেনের শিকার হয়েছে বলিউডের তাবড় ছবিগুলিও

Google Oneindia Bengali News

করোনা সংকট কাটিয়ে বড় পর্দায় লাল সিং চাড্ডা মুক্তি পেলেও প্রথম দিনে প্রত্যাশার নিরিখে সেইভাবে সাড়া ফেলতে পারেনি। একটা সময় বলা হত আমির খান, শাহরুখ খান,সলমন খানের ছবি মানেই তা নির্ঘাত ১০০ কোটি ক্লাবের মেম্বার। কিন্তু সেই প্রবাদে এবার বড় ছেদ পড়ল বলেই মনে করছেন নেটিজেনরা। অস্কারকজয়ী হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক আমিরের লাল সিং চাড্ডা নিয়ে শুরু থেকেই নানা বির্তক চলছিলই। কিন্তু সেইমতোই লাল সিং চাড্ডার কপালে শিকে ছিঁড়ল না। এমনকি বক্স অফিসেও এখনও তেমনভাবে সাড়া ফেলতে পারেনি ছবিটি। তবে মুক্তি পাওয়ার আগেই আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা ছবিটিকে ট্যুইটারে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। এরই সঙ্গে বিভিন্ন কারণে ছবিটি দর্শকদের মধ্যেও তেমন জায়গা করতে পারছে না। অনেক ফিল্ম সমালোচকের মতে, শিখদের যেভাবে ছবিতে দেখানো হয়েছে তা ঠিক নয়। কেউ কেউ আমির খানকে হিন্দু বিরোধী বলেও অভিযুক্ত করেছেন। তবে বলিউডে শুধুমাত্র লাল সিং চাড্ডাকেই বয়কটের ডাক দেওয়া হয়নি, এর আগেও একাধিক বলিউড ছবিকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

লাল সিং চাড্ডা

লাল সিং চাড্ডা

ট্রেলার প্রকাশের পরপরই আমির খানকে হলিউডের অন্যতম সেরা রেটিং পাওয়া ছবি ফরেস্ট গাম্পে টম হ্যাঙ্কসের চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ কেউ আবার প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আমির শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আবার কেউ মনে করেছেন ছবিতে ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করা হয়েছে। এই কারণে ছবিটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল।

 পিকে

পিকে

লাল সিং চাড্ডা আমির খানের প্রথম ছবি নয় যেটি নেটিজেনদের ক্রোধের মুখে পড়েছে। তাঁর ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি পিকেও সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার হয়েছিল। ছবিটির পোস্টারে নগ্ন আমিরের পেটের কাছে একটি রেডিও টেপ ধরে রাখা ছিল। তাঁর ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। দর্শকরা মনে করেছিল যে ছবিটি হিন্দু দেবতা ও দেবতাদের অসম্মান করেছে। আসলে, পিকে-র কারণে অনেকেই লাল সিং চাড্ডাকে বয়কটের ডাক দিচ্ছেন।

ডার্লিংস

ডার্লিংস

আলিয়া ভাট অভিনীত ডার্লিংস ছবিটিকেও সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছিলেন দর্শকরা। এরই সঙ্গে ট্যুইটারে ব্যান ডার্লিং বলে লেখা দেখা গিয়েছে। ছবিটিতে পুরুষদের বিরুদ্ধে হিংসা ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

দঙ্গল

দঙ্গল

২০১৫ সালে, দঙ্গল মুক্তির আগেও ছবিটিকে বয়কটের ডাক দেওয়া হয়। আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও ভারতে থাকা নিয়ে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। আর এই ঘটনার ঠিক পরেই দঙ্গল ছবির প্রোমোশন হয়। নেটিজেনরা এমনকি আমিরের কুশপুত্তলিকাও পুড়িয়েছেন এবং তাঁকে এবং তাঁর স্ত্রী কিরণকে দেশবিরোধী বলে অভিহিত করেন্ন। এরপরেই বয়কট দঙ্গল টুইটার ট্রেন্ড হয়ে ওঠে। কিন্তু মুক্তির পর অবশ্য ছবিটি সুপার হিট হয়ে যায়।

পদ্মাবত

পদ্মাবত

২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি পদ্মাবতকেও বয়কটের ডাক দেওয়া হয়েছিল। বিভিন্ন কারণ দেখিয়ে ছবিটিকে বয়কট করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়েছিল। সুলতান শাসক আলাউদ্দিন খিলজি এবং রাওয়াল রতন সিংয়ের স্ত্রী রানি পদ্মাবতীর মধ্যে একটি অন্তরঙ্গ সম্পর্কের বিষয় ছবিতে রাখা হয়েছে বলে অভিযোগ করে এটি তুমুল সমালোচনার মুখে পড়ে। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালিকে আক্রান্তও হতে হয়। এরই সঙ্গে ছবিটিতে ঘুমর গানটির পোশাক নিয়েও সমস্যা তৈরি হয়েছিল।

হলিউডের কোন কোন রিমেক করা ছবি অভিনয় করেছেন আমির খান? হলিউডের কোন কোন রিমেক করা ছবি অভিনয় করেছেন আমির খান?

English summary
bollywood movies that a section of netizens wanted to boycott trending on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X