For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউডের আসন্ন ছবির তালিকায় '৮৩' থেকে 'ময়দান','আদিপুরুষ'-এ থাকতে চলেছে কোন চমক?

বলিউডের আসন্ন ছবির তালিকায় '৮৩' থেকে 'ময়দান','আদিপুরুষ'-এ থাকতে চলেছে কোন চমক?

  • |
Google Oneindia Bengali News

একটি ছবিতে ভিন্ন সময়ের চিত্রপট তুলে ধরা খুব একটা সহজ কাজ নয়। ভিন্ন ধরনের মানুষ, তার পোশাক, তার কথা বলার ধরন যেমন তুলে ধরতে হয়, তেমনই রয়েছে সেটকে একেবারে জাঁকজমক সহকারে সাজিয়ে তুলে সেই সময়ের মতো করে তোলার চ্যালেঞ্জ। এই সমস্ত মিলিয়ে যদি দেখা যায়, তাহলে আজ থেকে বহু বছর পুরনো সময়কে স্ক্রিনে ফুটিয়ে তোলা খুব একটা সহজ কাজ নয়। তবে বলিউড এতে পারদর্শী! আর সেই পারদর্শিতার চমক আগামী বেশ কয়েকটি ফিল্মে বলিউড তুলে ধরতে চলেছে বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক , বিভিন্ন সময়ের প্রতিচ্ছবি তুলে ধরা এই সমস্ত আসন্ন বলিউড ফিল্মের তালিকা , একনজরে।

আরআরআর

আরআরআর

'বাহুবলী' খ্যাত স্টার পরিচালক এস এস রাজামৌলির হাত ধরে আসছে ফের একটি দক্ষিণী ব্লকবাস্টার। ছবিতে রয়েছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রাম চরণ তেজা ও জুনিয়ার এনটিআরকে। এই ছবি ব্রিটিশ যুগে 'রাইজ রোর রিভোল্ট' (আরআরআর) এর কাহিনি বলতে চলেছে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ের এক লড়াইয়ের কাহিনি তুলে ধরতে চলেছে ছবিটি। ছবিতে রয়েছেন বলিউড স্টার আলিয়া ভাটও।

ময়দান

ময়দান

অজয় দেবগন অভিনীত ছবি 'ময়দান' কার্যত তুঙ্গে রাখতে পারে দর্শকদের আবেগ। ফুটবল নিয়ে এই ফিল্মে ১৯৫০ থেকে ৬০ এর সময়ের কলকাতাকে তুলে ধরা হচ্ছে। উল্লেখ্য, বঙ্গসুন্দরী কাজলের স্বামী অজয় দেবগনকে অনেকেই বাংলার জামাই আখ্যা দেন! অবার 'বাংলার জামাই' কার্যত বাঙালি বেশে সইদ আবদুল রহিমের ভূমিকায় ফুটবল কোচের ছবি ফুটিয়ে তুলবেন ফিল্মে। কীভাবে ভারতীয় ফুটবল আন্তর্জাতিক আঙিনায় নিজের জায়গা করে নেয়,তার প্রতিটি পরতের কাহিনি রয়েছে এই ফিল্মে। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মালায়লম, তামিল, তেলুগু ছবিতে নিজেকে তুলে ধরবে।

আদিপুরুষ

আদিপুরুষ

ওম রাউতের পরিচালনায় তৈরি ' আদিপুরুষ' ছবিটি বর্তমান যুগের থেকে বহু বছরের পুরনো জমানার ছবি তুলে ধরে। রামায়ণ এর যুগের ঘটনা এই ছবি তুলে ধরে। বর্তমান যুগের দর্শকদের সামনে তুলে ধরতে চলা আদিম সময়ের এই গাথা মূলত, ভিডিও এফেক্টে ঠাসা। প্রভাস ও সইফ আলি খানের এই ছবি মূলত, প্রাচীন যুগের নানান ঘটনা তুলে ধরছে। রামায়ণের সময়ে ঐতিহ্যবাহী ঘটনা বহুল ছবিতে ভিডিওর ঝলক কার্যত তাক লাগাতে চলেছে বলে মনে করা হচ্ছে।

লাল সিং চচ্ঢা

লাল সিং চচ্ঢা

আমির অভিনীত এই ছবি হলিউডের 'ফরেস্ট গ্রাম্প' এর আদলে তৈরি ছবি। বিভিন্ন যুগের ঘটনা এই ছবিতে তুলে ধরা হচ্ছে। সেখানে ভারতের ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পুরনো ভারতের ইতিহাসের বিভিন্ন পর্বের সঙ্গে নতুন ভারতের বর্তমান পরিস্থিতির কাহিনিও তুলে ধরা হবে এই ছবিতে। তবে ছবির বিস্তারিত প্লট সেভাবে জানা যায়নি এখনও।

এক্কিস

এক্কিস

লেফ্টনেন্ট অরুণ ক্ষেত্রেপলের জীবনীর কথা তুলে ধরতে চলেছে বরুণ ধওয়ান অভিনীত 'এক্কিস' ছবিটি। ১৯৭১ সালের ব্র্যাকড্রপে তৈরি এই ছবিতে ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে দেখানো হয়েছে। বরুণ এই ছবিতে লিড রোল-এ রয়েছেন। ছবিতে এক সাহসী যোদ্ধার ভূমিকায় বরুণ ধওয়ানকে দেখা যাবে। শ্রীরাম রাঘবনের এই ছবি তুলে ধরতে চলেছে দেশের প্রতি এক ২১ বছর বয়সীর আত্মত্যাগের কাহিনি।

৮৩

৮৩

ভারতের কাছে তিরাশির বিশ্বকাপ জয়ের কাহিনি কার্যত নতুন যুগের এক অভূতপূর্ব সূচনার কাহিনি। কবিল দেবের নেতৃত্বে এই জয় কেবল মাত্র ক্রিকেটের ময়দানের জয় নয়। এই জয়ের হাত ধরে ভারত বিশ্বকে জানান দিয়েছিল , যাবতীয় লড়াই পার করে প্রবল প্রতাপে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেওয়ার সাহস রাখে ভারত। এরসঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট ইতিহাসেরও এক বর্ণময় যুগ শুরু হয় কপিল দেবের হাত ধরে।

শমশেরা

শমশেরা

রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি এক অ্যাকশনে ঠাসা ফিল্ম 'শমশেরা'। এই ছবিতে রণবীর কাপুরকে এক ডাকাতের ভূমিকায় দেখা যাবে। রিল ও রিয়েল 'সঞ্জু' এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ব্রিটিশ যুগে উপজাতির মানুষের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি তুলে ধরছে ছবি।

গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

মহারাষ্ট্রের বুকে ১৯৬০ সালে কার্যত সাড়া ফেলে দিয়েছিলেন এক সাহসী মহিলা। নাম গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। এই মহিলাকে নিয়েই সঞ্জয়লীলা বনশালীর ফিল্ম আসতে চলেছে। ১৯৬০ সালের মারাঠা লালবাজারের পটভূমিকা তুলে ধরা এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Upcoming Bollywood movies list, Know whats the different thing that makes news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X