
প্রকাশ্যে এল ‘শামশেরা’ ছবির প্রথম গান ‘জি হুজুর’
শামশেরা’ বলিউড সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। চলতি বছরের ২২ জুলাই অ্যাকশন-ড্রামার সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যা দেখে খুব খুশি হলেন নেটিজেনরা। এবার যশ রাজ ফিল্মসের ছবি 'শমশেরা'-এর প্রথম গান 'জি হুজুর' সামনে এসেছে। এই ছবিতে রণবীর কাপুরকে ডবল রোলে দেখা যাবে। গানটিতে রণবীরের চরিত্র বল্লী (উপজাতীয় সর্দার শমশেরার ছেলে) দেখানো হয়েছে, যে কাজা ফোর্টের কারাগারে শিশুদের সঙ্গে মজা করছে সে।

প্রকাশ্যে 'শামশেরা' ছবির প্রথম গান 'জি হুজুর' দেখা যাচ্ছে, মূলত, কাজা একটি গোষ্ঠীর জন্য একটি ভয়ঙ্কর কারাগার যাকে বন্দী করা হয়েছে এবং ক্রমাগত নির্যাতন করা হয়েছে। বল্লী এমন একজন মানুষ যে প্রফুল্ল, দুষ্টু, সব ধরনের হয়রানি ও অপমানের সম্মুখীন হওয়া সত্ত্বেও কাজার বন্দী শিশুরা তার দিকে তাকিয়ে থাকে এবং বল্লী তাদেকে খুব ভালোবাসেন। বল্লী তাদের সঙ্গে ভালোভাবে মিশে গেছেন। যা দেখে অবাক হচ্ছেন অনেকে।
উল্লেখ্য, বুধবার প্রকাশ্যে এসেছে 'শামশেরা’ সিনেমার টিজার। এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর। উসকো-খুসকো ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি, চোখের চাউনির মধ্যে প্রতিশোধের আগুন। নায়কের এমন সাজ দেখে অবাক তার ভক্তরা। সঞ্জয় দত্তের লুকও অসাধারণ লাগছে। তিনি এখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক করণ মালহোত্রা। এই ছবিতে ব্রিটিশদের বিরুদ্ধে একদল ডাকাতের লড়াই উঠে আসবে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে নিজেদের অধিকার আর স্বাধীনতার লড়াই লড়বে 'শামশেরা’। আসন্ন সিনেমায় ডবল রোলে থাকছেন অভিনেতা। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। কেমন হবে সিনেমাটির গল্প, তা জানতে হলে দেখতে হবে ছবিটি।
মানুষের মুখ চিনতে পারেন না, এরকমই বিরল রোগে আক্রান্ত শাহিদ কাপুরের প্রাক্তন নায়িকা
অপরদিকে, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে শীঘ্রই 'রক্ষা বন্ধন’ সিনেমায় দেখা যাবে । আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভূমি পেডনেকারেরও দেখা মিলবে বলে জানা গিয়েছে । অক্ষয় ও ভূমির ছবি 'টয়লেট’ এক প্রেম কথা-এর সাফল্যের পরে রক্ষা বন্ধনে সিনেমায় আবারও জুটি বাঁধছেন তারা। অক্ষয় সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ছবিটির একটি মোশন পোস্টারও পোস্ট করেছেন, তা থেকেই জানা গিয়েছে চলতি বছরের ১১ অগস্টে সিনেমাটি মুক্তি পাবে।