For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউড সাম্রাজ্য জুড়ে শুধুই নকল পোস্টারের ছয়লাপ, দেখে নিন তারই কিছু ঝলক

বলিউড সাম্রাজ্য জুড়ে শুধুই নকল পোস্টারের ছয়লাপ, দেখে নিন তারই কিছু ঝলক

Google Oneindia Bengali News

বলিউডের কাছে সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি হল যখন কোনও ঈগল চোখের দর্শক সিনেমা বা গানের পোস্টারের সঙ্গে হলিউড বা তামিল কোনও সিনেমার সাদৃস্য খুঁজে পান। সিনেমার পোস্টার কপি করা, ফ্যাশন কপি, গান কপি করা এখড় এই সবকিছুকেই দর্শক এড়িয়ে যান। তবে কিছু বলিউডের পোস্টার রয়েছে যেগুলি অন্যান্য সিনেমার পোস্টারের সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে। হতে পারে সেই পোস্টার থেকে অনুপ্রাণিত বা হুবহু টুকে করা হয়েছে।

মরজাওয়া গানের পোস্টর (‌বেল বটম)‌

মরজাওয়া গানের পোস্টর (‌বেল বটম)‌

বেল বটমে বাণী কাপুর ও অক্ষয় কুমারের গান মারজাওয়া গানের পোস্টাররে সঙ্গে অদ্ভুতভাবে মিল রয়েছে ইনফ্লুয়ের্সার ও ডিজিটাল ক্রিয়েটর ক্যামিলি'‌স শটের সঙ্গে, যা তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজ ব্যাকপ্যাক ডায়েরিতে শেয়ার করেছিলেন।

বাহুবলী:‌ দ্য বিগিনিং পোস্টার

বাহুবলী:‌ দ্য বিগিনিং পোস্টার

বাহুবলী:‌ দ্য বিগিনিং পোস্টারটি কপি করা হয়েছে '‌সাইমন বার্চ'‌ থেকে।

‘‌পিকে’‌ পোস্টার

‘‌পিকে’‌ পোস্টার

রাজকুমার হিরানি পরিচালিত '‌পিকে'‌ সিনেমার পোস্টার কপি করা হয়েছে ১৯৭৩ সালের মিউজিক অ্যালবাম '‌কুইম ব্যারিয়র্স'‌ থেকে।

 ‘‌জিন্দগী না মিলেগি দোবারা’‌ পোস্টার

‘‌জিন্দগী না মিলেগি দোবারা’‌ পোস্টার

জোয়া আখতারের এই সিনেমার পোস্টার ২০০৫ সালের হলিউড সিনেমা লর্ডস অফ ডগ টাউন থেকে অনুপ্রাণিত।

‘‌অনজানা অনজানি’‌ পোস্টার

‘‌অনজানা অনজানি’‌ পোস্টার

প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপপর অভিনীত '‌অনজানা অনজানি'‌ সিনেমার পোস্টারের কার্বন কপি করা হয়েছে হলিউড ফিল্ম '‌অ্যান এডুকেশন'‌ থেকে।

‘‌রা.‌ওয়ান’‌ পোস্টার

‘‌রা.‌ওয়ান’‌ পোস্টার

'‌রা.‌ওয়ান'‌ ছবির পোস্টার কপি করা হয় ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান বিগিন থেকে।

‘‌ভূমি’‌ পোস্টার

‘‌ভূমি’‌ পোস্টার

সঞ্জয় দত্তের নতুন ছবির পোস্টারটি নকল করা হয়েছে লিয়াম নিসনের 'গ্রে' সিনেমার পোস্টার থেকে। এক ঝলক দেখলেই দুটি পোস্টারের মধ্যকার মিল যে কারো চোখে পড়বে।

‘‌ক্যাপ্টেন নবাব’‌ পোস্টার

‘‌ক্যাপ্টেন নবাব’‌ পোস্টার

জনপ্রিয় ভিডিও গেম 'কল অফ ডিউটি: ব্ল্যাক অপস' এর অনুকরণে ইমরান হাশমি অভিনীত এই ছবির পোস্টার নির্মিত হয়েছে বলে শোনা যাচ্ছে। পোস্টার দুটিতে প্রধান চরিত্রের বসার স্টাইল থেকে শারীরিক অভিব্যক্তিতেও দৃশ্যমান মিল রয়েছে।

‘‌ফ্যান্টম’‌ পোস্টার

‘‌ফ্যান্টম’‌ পোস্টার

ক্যাটরিনা কাইফ এবং সইফ আলী খান অভিনীত কবীর খানের সিনেমা 'ফ্যান্টম' এর পোস্টারের সঙ্গে বেশ ভালোই মিল আছে 'হোমফ্রন্ট' নামক ভিডিও গেমের পোস্টারের।

‌ ‘‌এক ভিলেন’‌

‌ ‘‌এক ভিলেন’‌

শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা এবং রিতেশ দেশমুখ অভিনীত 'এক ভিলেন' সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছিল। তবে সিনেমাটির 'অনুপ্রাণিত' পোস্টার নিয়েও কম সাড়া পড়েনি। সিনেমাটির পোস্টারের সাথে মিল আছে আরেক জনপ্রিয় সিনেমা 'স্টেপ আপ' এর পোস্টারের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
There are allegations of copying Bollywood movie posters from other movie posters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X